পাখির চোখ যাদবপুর লোকসভা কেন্দ্র। পুরনো জমি ফিরে পেতে জোরদার প্রচার চালাচ্ছে বামেরা। প্রতিদ্বন্দ্বিদের একচুল জমি ছাড়তে নারাজ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রতিদিনের মতো রবিবারও তীব্র গরম উপেক্ষা করেই প্রচারে ঝড় তুললেন তরুণ নেতা। হাতে সময় কম। এর মধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে প্রচার চালাচ্ছেন। আর রবিবাসরীয় সকালে হাতে ব্যাট নিয়ে মল্লিকপুর এলাকায় খেলতে নেমে পড়লেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন বারুইপুর পশ্চিম বিধানসভার সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে টোটো ও বাইক র্যা লি করে ভোট প্রচার শুরু করেন তরুণ বাম নেতা। সেখান থেকে তিনি হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় প্রচার পর্ব করেন।
মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে গণিমা এলাকায় একটি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। সেখানে গিয়ে হাতে ব্যাট তুলে নেন সৃজন। প্রচারের ফাঁকে সৃজন বলেন, ‘যাদবপুরের মানুষ বামেদের সঙ্গে আছে। এই চুরি-ডাকাতি, তোলাবাজি, তৃণমূল-বিজেপির সেটিং মানুষ মোটেই পছন্দ করছেন না। সাধারণ মানুষ রুটি-রুজির ইস্যুতেই ভোট দেবেন’। উল্লেখ্য, এর আগেও প্রচারে বেরিয়ে বাজারের মাঝে গিয়ে ক্রেতা ও বিক্রেতার পাশে দাঁড়িয়ে প্রচার করেছিলেন বামপ্রার্থী সৃজন। এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। তারপরেই এক ব্যবসায়ীর কাছ থেকে লিচু নিয়ে খেতে দেখা যায় বাম প্রার্থীকে। এদিন সিপিএমের এই তরুণ প্রার্থীকে দেখতে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
Discussion about this post