শুরু হচ্ছে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা। এ বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমেরিকায়। ২১ জুন আর্জেন্টিনা এবং কানাডার ম্যাচের মধ্যে দিয়েই এ বছর প্রতিযোগিতার শুরু হবে। কোপা আমেরিকা নিয়ে ভারতীয়দের মূলত বাঙালিদের আগ্রহের শেষ নেই। বাঙালিরা যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান এই দুই ভাগে বিভক্ত একইভাবে যখন বিশ্বকাপের খেলা হয় তখন ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই ভাবে ভাগ হয়ে যায়। একটা সময় বাঙালিরা অধিকাংশই ব্রাজিলের সমর্থক ছিলেন। ব্রাজিলের শৈল্পিক ফুটবলের ভক্ত ছিল বাঙালিরা এবং ভারতকে একটা সময় এশিয়ার ব্রাজিল বলা হত। কিন্তু মারাদোনা এবং মেসির দৌলতে আর্জেন্টিনার সমর্খকও কম নেই এই বাংলায়।
১৯৮৬ সালে ডিয়াগো আরমান্দো মারাদোনার আর্জেন্টিনা ,বিশ্বকাপ জেতার পর নতুন প্রজন্মের অধিকাংশ মানুষই আর্জেন্টিনার ভক্ত হন মূলত মারাদোনার জন্য। তারপর থেকেই বাঙালি ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত হয়ে তাদেরকে সমর্থন করেন। ১৯১৬ সালে প্রথমবারের জন্য কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়আর্জেন্টিনা য়। প্রথমদিকে দশটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত আটটি লাতিন আমেরিকান দল এবং বাকি দুটি আমন্ত্রণ মূলক দল। এবছর ১৬ টি দল এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। । এবছর চারটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।এ গ্রুপেতে রয়েছে আর্জেন্টিনা ,পেরু ,চিলিএবং কানাডা। বি গ্রুপে রয়েছেমেক্সিকো , ইকুয়েডর , ভেনেজুয়েলা জ্যামাইকা গ্রুপ সি-তে রয়েছে যুক্তরাষ্ট্র,উরুগুয়ে, পানামা ও বলিভিয়া এবং গ্রুপ ডি তে হয়েছে ব্রাজিল কলম্বিয়া ,কোস্টারিকা এবং প্যারাগুয়ে । কোপা আমেরিকা ইতিহাসে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড রয়েছে উরুগুয়ে এবং আর্জেন্টিনার দুটি দেশী ১৫ বার করে এই ট্রফি জিতেছে ।
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল দল ব্রাজিল এই ট্রফি জিতেছে নয় বার । মূলত লাতিন আমেরিকার দেশগুলির ফুটবলই ছিল এটা এই টুর্নামেন্টের আকর্ষণ। বিশ্বায়নের যুগে এখন সারা পৃথিবী ফুটবলাররা বিভিন্ন দেশে খেলে বেড়ান। ফলে লাতিন আমেরিকার ছোঁয়া অনেকটা মুছে গিয়ে এখন ইউরোপিয়ান স্টাইল চলে এসেছে প্রতিটি দেশের খেলায়। তবু দুর্দান্ত কিছু গোল ড্রিব্লিং, দুরন্ত দৌড়, শিল্পের ছোঁয়া দেখবার জন্যই কোপা আমেরিকা কাপ আমাদের হৃদয়ে হিন্দোল তোলে। এ বছর আমেরিকা যখন খেলাগুলি হবে, অধিকাংশই শুরু হবে ভারতীয় সময় সকাল চারটে অথবা সাতটা থেকে। কাজেই রাত জেগে না হলেও শেষ রাতে উঠে এই খেলা দেখার জন্য বসতে হবে, আমাদের টেলিভিশনের সামনে ।
Discussion about this post