৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতলো কেকেআর।২০২১ সালে শেষবার ফাইনাল খেলেছিল নাইটরা। সেবার হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এবার সেই চেন্নাইয়ের ঘরের মাঠেই খেলা হল। আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন খেলা শুরু হয়েছিল। খেলার শুরুতেই টস জিতে প্রথম ব্যাটস করার সুযোগ মেলে সানরাইজার্সের। কিন্তু শুরুতেই বিপর্যয়ের মুখে পড়তে হয় সানরাইজার্স টিমকে। খেলার শুরুতেই স্টার্ক নিজের যোগ্যতা বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন তিনি বড়ো ম্যাচের ক্রিকেটার। যদিও রাহুল ত্রিপাঠী (৫৫), ক্লাসেন (৩২), কামিন্স (৩০)করে হায়দরবাদকে ১৬০ রানের সম্মানজনক স্কোরে নিয়ে এসেছিলেন,কিন্তু এই পিচে সেই রান লড়াই জন্য যথেষ্ঠ ছিল না।
অন্যদিকে স্টার্ক দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সানরাইজার্সের ৩ উইকেট ফেলে দিলেন। স্বভাবতই পঞ্চম দফা শেষ হতে না হতে হায়দরাবাদের ৪ উইকেট পড়ে গেলো। কার্যত ট্রাভিস হেডরা, অভিষেক শর্মারা, স্টার্ক ও বরুণদের কাছে ভীষন খারাপ ভাবে হারলো। ফলে ১০ বছর পর ট্রফি জয়ের হাতছানি কেকেআর নাইটদের। সানরাইজার্স হায়দরাবাদ কেকেআরের সামনে ধুলিস্যাৎ হয়ে গেলো। ৮ উইকেটে ৩৮ বলে বাকি থাকতে কোয়ালিফায়ার জিতল নাইটরা।
অন্যদিকে দুর্ধর্ষ শুরুয়াত করেছিলেন নাইটরা। গুরবাজ শুরুতেই ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন। সুনীল নারিন ২১ রান করে। কেকেআর রা আউট হওয়ার আগেই স্কোরবোর্ডে তাদের ২ বলে ৬৭ রান উঠে গেছে। শ্রেয়স ২৪ বলে ৫৮ রান, ভেঙ্কটস ২৮ বলে করলেন ৫১ রান। কার্যত আর কামব্যাক করার সুযোগ পায়নি হায়দরাবাদ।
উল্লেখ্য, নাইটরা শেষবারের মতন ২০২১ সালে ফাইনাল খেলেছিল। কিন্তু সে বার তাদেরকে হারতে হয়েছিল।এবার তাদের লক্ষ্য হবে ২১ এর অধরা স্বপ্নকে ২৪ শে বাস্তবায়িত করতে। অর্থাৎ ১০ বছর পর আবারও ট্রফির হাতছানি পেতে চলেছে কেকেআর নাইট।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post