সপ্তম দফায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট ৷ নির্বাচনী প্রচারের শেষলগ্নে বঙ্গে জমিয়ে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে কাকদ্বীপ স্টেডিয়ামের মাঠে জনসভায় বক্তব্য রাখছেন তিনি ৷ সভায় রয়েছেন ডায়মন্ড হারবার এবং জয়নগরের বিজেপি প্রার্থীও ৷ এই সভা থেকে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী ৷ তৃনমূল ও “ইন্ডিয়া” জোট মিলে বাংলা কে উন্নয়নের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। তারা বাংলায় বিজেপির জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে , তাই কেন্দ্রের কোন উন্নয়ন প্রকল্প রাজ্যে লাগু করছেনা। বুধবার কাকদ্বীপের জনসভা থেকে তৃনমূল ও ইন্ডিয়া জোট কে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি দাবি করেন আগামী ৪ ঠা জুনের পরে ভারতের রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে,পরিবারবাদী রাজনৈতিক দল গুলো ধ্বংস হয়ে যাবে । পাশাপাশি তিনি আরো বলেন বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা গঠন করবে বিজেপি।
সত্যজিৎ রায়ের একটি গল্প ছিল, “যত কাণ্ড কাটমান্ডুতে”। বর্তমান সময়ের নীরিখে সেই গল্পের নামকরণকে একটু পাল্টে বলাই যায় যত কাণ্ড...
Read more
Discussion about this post