ভারতীয় দলের কোচ হিসেবে T20 বিশ্বকাপই শেষ প্রতিযোগিতা রাহুল দ্রাবিড়ের। এই প্রতিযোগিতা শেষ হওয়ার পরে তিনিও আর রোহিত শর্মাদের কোচ থাকবেন না। ভারতীয় দলের কোচের পদের জন্য তিনি আবেদন করেননি । সোমবার নিউইয়র্কে সাংবাদিক সম্মেলনে বলেছেন, “কোচ হিসেবে এটাই আমার শেষ প্রতিযোগিতা। আমি জীবনে যে পর্যায়ে আছি তার সঙ্গে এই সময়সূচী মানিয়ে নেওয়া কঠিন । তাই কোচের পদের জন্য আর আবেদন করছি না। ভারতীয় দলকে প্রশিক্ষণ দিতে ভালো লাগে। কোচ হিসাবে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি বিশেষ স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটি মুহূর্ত। কিন্তু এটাই শেষ বার”। কোচ হিসাবে তার শেষ প্রতিযোগিতা বলে এই বিশ্বকাপকে আলাদা ভাবে দেখছেন না দ্রাবিড় । ২০১১ টি২০ বিশ্বকাপের পরে দায়িত্বে এসেছিলেন তিনি। প্রথম দিন থেকে প্রত্যেকটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে এসেছেন। বিশ্বকাপেও সমান গুরুত্ব পাবে। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে এগারোটা নাগাদ অনুশীলনে নামে ভারত।
নিউইয়র্কে প্রথমবারের মতো প্রস্তুতিপর্ব সারেন বিরাট কোহলি। শুরুতে ফুটবল খেলে প্রবেশ করেন নেটে এদিন বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি ও জানান সঞ্জু স্যামসং । আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দুরন্ত ছন্দ ছিলেন সঞ্জু।, আইপিএলে চাপ থাকা সত্ত্বেও বিশ্বকাপ দলের সুযোগ পাবেন কিনা তা নিয়েও চিন্তা করতেন। ভারতীয় দল ঘোষণা হওয়ার পরে নিজের নাম দেখতে পেয়ে সবচেয়ে খুশি হয়েছিলেন। সেসব অনুভূতি নিয়েই বিসিসিআই টিভির সঙ্গে কথা বলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান। সঞ্জু বলেছেন, “সবচেয়ে উন্নত এবং পরিণত সঞ্জু স্যামসং কে বিশ্বকাপে দেখবেন আপনারা। আগে এতটা তৈরি হয়ে ভারতীয় দলে খেলতে আসিনি ।এবার আমি সব দিক থেকে প্রস্তুত যোগ করেন ১৩ বছর ধরে অনেক ব্যর্থতার সাক্ষী, কিছু সাফল্যও পেয়েছি কিন্তু ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে।
Discussion about this post