লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন কাটতে না কাটতেই আইএসএফ-এ ভাঙন। আইএসএফ শিবিরের বড় ধাক্কা খেল। চারজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করল আইএসএফ নেতৃত্ব। এদিন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভাঙর দু’নম্বর ব্লকের চালতা বেড়িয়া অঞ্চলের আইএসএফের চার জন পঞ্চায়েত সদস্য। আইএসএফ শিবিরের বড় ধাক্কা। নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরই বেশ কয়েক জন শীর্ষ স্তরের আই এস এফ নেতা ও চারজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কর্মী তৃণমূলে যোগদান করলেন। ঘটনাটি ঘটেছে ভাঙ্গর দু নম্বর ব্লকের চালতা বেড়িয়া অঞ্চলে। বৃহস্পতিবার তারা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শওকত মোল্লার দাবি আগামী দিনে আরো অনেক আই এস নেতা কর্মীরা একে একে তৃণমূলে যোগ দেবে। যোগদান করা আইএসএস নেত্রীত্বের দাবি বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল, সেই কারণেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এরা সকলেই আই এস এফের হয়ে লড়াই করেছিলেন। কিন্তু সায়নী ঘোষের জয়লাভের পরই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়।
উপলক্ষ্য ছিল ওয়াকফ আইনের বিরোধিতা। কিন্তু মুর্শিদাবাদে যা হল সেটা তার থেকেও বড় কিছু। যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই প্রশ্ন...
Read more
Discussion about this post