এবার রামায়নের লক্ষণ চরিত্রের অভিনেতা বিরক্তি প্রকাশ করলেন অযোধ্যার মানুষকে নিয়ে। অযোধ্যাতে বিজেপির হারকে মেনে নিতে পারছেন না তিনি। রাম মন্দির যে নির্বাচনে কোনো দাগ কাটতে পারেনি তা উত্তরপ্রদেশের ফলাফলেই স্পষ্ট। বিশেষ করে উত্তরপ্রদেশের ফইজাবাদের দিকে গোটা দেশের নজর ছিল। যদিও নির্বাচনের আগে অনেকেই বলেছিল রাম মন্দির নির্বাচনে একটা বড়সর প্রভাব ফেলতে পারে। কিন্তু ঠিক তার উলোট-পুরান লক্ষ্য করা গেলো। হিন্দু দের রাম একটা আবেগ, ঠিকই, রামমন্দির প্রসঙ্গ বার বার তুলে ধরেছে বিরোধীরা। ‘ধর্মের নামে রাজনীতি’ এই কটাক্ষের সুর বার বার শোনা গেছে বিরোধীদের গলায়। কিন্তু সেই রামের গড়েই বড়সর বিপর্যয় বিজেপির। এবিষয়ে একদিকে বিজেপি শীর্ষস্থনীয় নেতৃত্ব থেকে বিজেপি সমর্থক এবং সাধারণ জনগনকে হতবাক করেছে উত্তরপ্রদেশের ফলাফল। বিশেষ করে উত্তরপ্রদেশের হারই বিজেপির আসন টলোমলো হওয়ার প্রধান কারণ হিসাবে দেখছেন বেশিরভাগ রাজনৈতিক মহল।
বিশেষ করে ফৈজাবাদে তাদের প্রার্থী লাল্লু সিং হেরে গিয়েছেন ৫৪,৫০০ ভোটে। সেখানে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমার। শুধু ফইজাবাদে নয় গোটা উত্তরপ্রদেশে জনতা পার্টির বিপুল পরাজয় ঘটেছে মাত্র ৩৩ টি আসনে আটকে গেছে। যেখানে এবার বড়সড় ভাবে খাতা খুলেছে সমাজবাদী পার্টি। ফৈজাবাদ লোকসভার কেন্দের অযোধ্যায় রয়েছে রাম মন্দির। এখানে বিজেপির লাল্লু সিংহ-র হারের পর সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
অযোধ্যার এই ফলাফলে বেজায় চটে গেলেন রামায়ণের লক্ষণ চরিত্রাভিনেতা সুনীল লহরি। কার্যত, অযোধ্যার মানুষকে স্বার্থপর বললেন অভিনেতা সুনীল লহরি। এবিষয়ে সমাজ মাধ্যমে তিনি একটি পোস্টও করেন। সেই পোস্টের জবাব দিয়েছেন খোদ উরফি জাভেদ। সর্বদা তার পোশাক নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে জোর চর্চায় থাকেন। তার সমালোচনার মানুষেরও অভাব নেই। সেই উরফি জাভেদ এবার গণতন্ত্রের পাঠ পড়ালেন অভিনেতা সুনীল লহরিকে। সুনীল লহরির করা পোস্টের জবাবে তিনি লেখেন, ‘ এটাকে গণতন্ত্র বলে স্বার্থপরতা নয়।’
অন্যদিকে হিমাচলের মান্ডি থেকে জয়ী অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে সুনীল লহরি অভিনন্দনও জানিয়েছেন। সাথে সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে অযোধ্যার মানুষকে একহাত নেন তিনি। তিনি লিখেছেন, ‘এই অযোধ্যা বাসীই বনবাসের পর সিতা মাতাকে সন্দেহ করেছিল। যাঁরা ঈশ্বরকে স্বীকার করতে পারেন না তাদের আপনারা কি বলবেন? স্বার্থপর। ইতিহাস সাক্ষী থেকেছে, অযোধ্যার মানুষ তাদের রাজার সাথে প্রতারনা করেছে।’ এই পোস্টের প্রত্যুত্তরে সর্বদা সমালোচনা ও চর্চায় থাকা উরফি জাভেদ গণতন্ত্রের পাঠ পড়িয়েছেন অভিনেতা সুনীল লহরিকে।
Discussion about this post