বিরাট কোহলি নামের সঙ্গে জড়িয়ে নতুন নতুন রেকর্ড, বলাযেতে পারে কোহলি মাঠে নামা মানেই রেকর্ড বুক নিয়ে টানাটানি। তবে এবারের
টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু দিনের জন্য একটি নজির হাতছাড়া হল বিরাট কোহলির। ২০ ওভারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই নতুন রেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজ়ম। আমেরিকার বিরুদ্ধে অধিনায়ক বাবরের ব্যাটেই লড়াই করল পাকিস্তান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট করেছেন ৪০৩৮ রান। এতদিন তিনিই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের সর্বোচ্চ রানের অধিকারী ।গত বৃহস্পতিবার এই রেকর্ড হাতছাড়া হল তাঁর। নতুন রেকর্ড করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম । আমেরিকার বিরুদ্ধে মাঠে নামার আগে কোহলির থেকে ১৫ রানের ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি। এ দিন ১৬ রান করার সঙ্গে সঙ্গে বাবর আজম হলেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার।১১৮টি ম্যাচ খেলে ৪০৩৮ রান করে কোহলি ছিলিন সর্বোচ্চ রানের অধিকারী আর পাকিস্তান অধিনায়ক বাবার ১১৯টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ৪০২৩ রান। আমেরিকার বিরুদ্ধে তিনি খেললেন ৪৩ বলে ৪৪ রানের ইনিংস। তার ৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ২টি ছক্কা সমাহারে। এ দিনের ইনিংসের পর ১২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বাবরের সংগ্রহ ৪০৬৭। আপাতত কোহলির থেকে ২৯ রানে এগিয়ে রইলেন তিনি।টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রবিবার অর্থাৎ ৯ই জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচেই যেমন আবার এই রেকর্ড নিজের দখলে আনার সুযোগ পাবেন বিরাট কোহলি, তেমনই বাবরেরও সুযোগ থাকবে নিজের রেকর্ড ধরে রাখার । অর্থাৎ ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ চলবে ততদিনই চলবে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দুই ব্যাটারের লড়াই।
Discussion about this post