প্রায় শেষের পথে শিয়ালদা শাখার প্ল্যাটফর্ম সম্প্রসারণের তৃতীয় ধাপের কাজ। শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে দ্বিতীয় ধাপ কাজ সম্পন্ন হয়েছে গত ৯ জুন। এরপর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে। এই তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলেই শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে। এই তৃতীয় ধাপের কাজ সম্পন্ন হলেই শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হবে। বিগত বেশ কিছুদিন ধরে প্ল্যাটফর্ম মেরামতের কাজের জন্য নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হয়। তবে মেরামতির কাজ এখন শেষ পর্যায়ে।যে কাজগুলো তৃতীয় ধাপে করা হচ্ছে সেগুলি হল দমদম প্রান্তে ১ এবং ২ নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – ৫২ মিটার , ৩ এবং ৪ নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – ৫২ মিটার , ৪ এবং ৬ নং প্ল্যাটফর্ম এর সম্প্রসারণ – ৫৫ মিটার করা হচ্ছে। এই আবহে প্ল্যাটফর্মের প্রাচীরের ইটের কাজ, কপিং স্ল্যাব ঠিক করা হচ্ছে। প্ল্যাটফর্মের মেঝেতে কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে। চেকার্ড টাইলস এবং পাথর বসানোর কাজ চলছে। এছাড়াও শিয়ালদা স্টেশনের ১, ২ এবং ৩ নং প্ল্যাটফর্ম এর সামনে একটি নতুন কনকোর্স এবং গেট স্থাপন করা হবে।
সম্প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে পাকরাও করেছে অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের কাছ...
Read more
Discussion about this post