আজ শনিবার ভারত কানাডার ম্যাচ কি ঠিক সময় শুরু হবে,? কারণ, পূর্বভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা ৪৫ শতাংশ। এমনিতেই এই ম্যাচ ভারতের কাছে নিয়ম রক্ষার। সুপার এইটের ছাড়পত্র আগেই পাওয়া হয়ে গিয়েছে। গ্রুপে থেকে এক নম্বর টিম হয়ে সুপার এইটে যাওয়া নিশ্চিত ।তাতে অবশ্য প্রবাসী ভারতীয়দের উৎসাহের ঘাটতি নেই। প্রচুর ডলার দিয়ে টিকিট কেটেছেন অনেকেই। এর পরে যদি ম্যাচ না হয় হতাশা গ্রাস করতে বাধ্য। ফ্লোরিডার ফোর্ট লডারহিলে এর আগে ভারত -ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি হয়েছে,। কিন্তু বিশ্বকাপে ভারতের ম্যাচ এই প্রথম। এরপরই সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ এ ছয়দিনের মধ্যে ভারতকে খেলতে হবে তিনটি ম্যাচ ।তিন প্রতিপক্ষ বলতে বি গ্রুপের রানার্স স্কটল্যান্ড বা ইংল্যান্ড, সি গ্রুপের চ্যাম্পিয়ন আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজ, ডি গ্রুপের দু’নম্বর টিম বাংলাদেশ।
নিউইয়র্কের ড্রপ ইন উইকেট , ভেরিয়েবল বাউন্স। বল যথেষ্ট সিম করেছে ,প্রতিটি ম্যাচই লো স্কোরিং হয়েছে ।১৮৫০ কিলোমিটার দূরে নিউইয়র্কে এসে কি বিরাটের ভাগ্য ফিরবে ? সূর্য কুমার ইউএসএ ম্যাচে দামী একটা হাফ সেঞ্চুরি ইনিংস খেলে দিয়েছেন। টপ অর্ডারে একমাত্র বিরাটেরই রান নেই। এবার ওপেনার হিসেবে যশোস্বী জয়সওয়াল বাইরে বসে আছেন ।কানাডা ম্যাচে ভারত বিরাটকে বাদ দিয়ে যশোস্বীকে খেলাতে পারে। শিবম দুবেকে বসিয়ে যশোস্বীকে আনা যেতে পারে। এখন পর্যন্ত যা খবর, তেমন কিছু ভাবনা টিম ম্যানেজমেন্টের নেই। বরং বোলিং এর বিশ্রাম দেওয়া হতে পারে অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজাকে ।
এই দুজনের জায়গায় খেলানো হতে পারে কুলদীপ ও যজুবেন্দ্র চাহল কে। ওয়েস্ট ইন্ডিজে সুপার এইট খেলতে যাওয়ার আগে এটাই দুই রিস্ট স্পিনার কে দেখে নেওয়ার শেষ সুযোগ। কারণ বার্বাডোজ বা অ্যান্টিগায় স্পিনাররা সাহায্য পাবেনই । অন্যদিকে কানাডা তিন ম্যাচে দুই পয়েন্ট পেয়ে লীগ টেবিলে চার নম্বরে ।নেট রান রেটে পাকিস্তানের চেয়ে পিছিয়ে। ওপেনার আরন জনসন মারকুটে ব্যাটার ।টিমের অনেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট বা মেজর লীগ ক্রিকেট খেলেন। কিন্তু ভারতের মতো টিমের বিরুদ্ধে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই ।বঙ্গ সন্তান অফ স্পিনার নিখিল দত্ত এই টিমে আছেন । ম্যাচ হওয়া নিয়ে একটাও নিশ্চয়তা থাকছেই ।হলে দুটো পয়েন্ট তোলার ব্যাপারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবেন রোহিতরা।
Discussion about this post