প্রায় ১২ কোটি টাকা খরচ করে নির্মান করা হচ্ছিল একটি ব্রিজ। বিহারের বাকড়া নদীর উপর ব্রিজের নির্মানকাজ প্রায় শেষের মুখে ছিল। কিন্তু উদ্বোধনের ঠিক আগেই মাত্র কয়েক সেকেন্ডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই ব্রিজ। স্থানীয় কয়েকজন যুবক ওই ব্রিজের ভেঙে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন। যা সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল হয়েছে (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান)।
बिहार के अररिया में नदी के ऊपर बना पुल उदघाटन से पहले ही गिर गया !! pic.twitter.com/yi21P9OICF
— Sachin Gupta (@SachinGuptaUP) June 18, 2024
সূত্রের খবর, বিহারের আরারিয়া জেলার কুরসাকান্ত এবং সিক্তির মধ্যে বাকড়া নদীর উপর একটি নির্মানকাজ চলছিল। প্রায় ১২ কোটি টাকা খরচে ব্রিজটির নির্মানকাজ চলছিল। কথা ছিল খুব শীঘ্রই ব্রিজটি উদ্বোধন করা হবে। কিন্তু তার আগেই সেটি ভেঙে পড়ে। পুরো ব্রিজই ভেঙে জলের তোড়ে ভেসে গিয়েছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিহারে। কেন ব্রিজটি ভেঙে পড়ল সে বিষয়টি এখনও পরিস্কার নয়। তবে মনে করা হচ্ছে নিম্নমানের নির্মানসামগ্রীর জেরেই দুর্বল ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ভাগলপুর এবং খাগারিয়ার মধ্যে একটি নির্মিয়মান ব্রিজও ভেঙে পড়েছিল ঠিক এভাবেই। তবে সেটি একবার নয়, দুই-দুবার একই ব্রিজ ভেঙে গিয়েছিল। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার সেবার বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন যে ব্যাপক দুর্নীতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ওই ব্রিজটি ভেঙে পড়েছিল। এবার যে নির্মিয়মান সেতুটি ভেঙে পড়ল সেটি নিয়েও দুর্নীতির গন্ধ পাচ্ছে বিহারের বিরোধী রাজনৈতিক মহল। তবে জানা যাচ্ছে বাকড়া নদীর উপর নির্মিয়মান অংশেই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বাকি অংশ অক্ষত রয়েছে। ফলে নির্মানজনিত ত্রুটি থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Discussion about this post