কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে খুব সহজেই হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে নিজে গোল করতে না পারলেও কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করে ফেললেন মেসি। আর্জেন্টিনা জিতল ২-০ গোলে। গোল করলেন জুলিয়ান আলভারেজ এবং লাউটার মার্টিনেজ। যদিও দুটি গোলই হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখে কানাডার ফুটবলাররা। আর্জেন্টিনা একাধিকবার আক্রমণে গেলেও কানাডার গোলের মুখ খুলতে পারেনি। ফলে প্রথমার্ধে ফলাফল গোলশূন্য।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে কানাডার বক্সের মধ্যে লিওনেল মেসি একটি পাস বাড়ান আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলইস্টারকে। কানাডা গোলকিপার তাকে রোখার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে পাস বাড়িয়ে দেন ম্যাক আলিস্টার। ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্টাইকার। এর পরই আর্জেন্টিনার আক্রমণের কাছে কিছুটা গুটিয়ে যায় কানাডা। একের পর এক আক্রমণ উঠে আসে কানাডার বক্সে। কিন্তু কানাডার অভিজ্ঞ গোলরক্ষক কয়েকটি নিশ্চিত গোল বাঁচান।
৮৮ মিনিটে মেসির পাশ থেকে আসে আর্জেন্টিনা দ্বিতীয় গোল। গোল করেন আর্জেন্টিনার আর স্ট্রাইকার লাউটার মার্টিনেজ। এদিন মেসি গোল না পেলেও দুটি সুযোগ হাতছাড়া করেন মেসি। তাহলে আরও গোল খেতে পারত কানাডা। বুধবার নিউ জার্সির মেট লাইভ স্টেডিয়াম চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই একই দিনে ক্যানসাসে পিরুর বিপক্ষে খেলবে কানাডা । খেলার শুরুতে আক্রমণ শুরু করে কানাডা। তবে তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি তারা। খেলার ৮মিনিটে সুযোগ নষ্ট করে ডি মারিয়া । ২৭ মিনিটে বাইলাইন থেকে মার্কোস আকুনার ক্রস ঠেকাতে ছুটে গিয়েছিলেন গোলরক্ষক ।বলের নাগাল পায়নি তিনি কিন্তু শূন্য জালে বল পাঠানোর প্রয়োজনীয় টোকা দেয়ার মত আর্জেন্টিনার কেউ ছিল না। সেখানে ৪৪ মিনিটে এমি লিয়ানো মার্টিনেসের দক্ষতায় বেঁচে যায় আর্জেন্টিনা । খেলার দ্বিতীয়ার্ধে গোলপেজে আর্জেন্টিনা মেসির বাড়ানো বল ফাঁকা জালে বল পাঠান আলভারেজ। ৮৮ মিনিটে মেসির রক্ষণ চেরা পাসে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠান ইন্টারমিলন অধিনায়ক।
Discussion about this post