দুর্বল কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে করে কোপায় যাত্রা শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোপা আমেরিকায় প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। অপরদিকে ব্রাজিলের সমর্থকরা অপেক্ষায় ছিলেন কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে। ‘চিরশত্রু ‘ফ্যানদের জবাব দিতে। কিন্তু সে আশা পূর্ণ হল না। এমনিতেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকা গ্রুপে খুব একটা ভালো জায়গায় নেই ব্রাজিল। তবে কোপা আমেরিকা থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে আশায় ছিলেন ব্রাজিল ফ্যানেরা।
কোপার প্রথম ম্যাচে ব্রাজিল দলের যে জেতার কোনও খিদে ছিল না তা বোঝা যাচ্ছিল ম্রিয়মান সাম্বা ফুটবল দেখেই। ব্রাজিলের খেলায় সেই পুরোনো ঝাঁঝ যে উধাও সেটা নিয়ে আগেই বিদ্রুপ করেছিলেন কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো। কিন্তু ব্রাজিল কিংবদন্তীর কথা অন্তত প্রথম ম্যাচে মিলে গেল। ব্রাজিলের সেই দৃষ্টি নন্দন ফুটবল উধাও ছিল কোস্টারিকার বিরুদ্ধে। ম্যাচের শুরু থেকে বল পজিশন ধরে রাখলেও সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা,পাকুয়েতা, রদ্রিগোদের আক্রমণ। প্রত্যাশিতভাবেই বড় দলের বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে কোস্টারিকা।
কিন্তু গোটা ম্যাচ জুড়ে কোস্টারিকার রক্ষণে ভাঙতে পারবে না ব্রাজিল তা ভাবিনি অনেকেই। এমনকি ব্রাজিলের নতুন কোচ দারিভাল জুনিয়রের রণনীতি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। গোটা ম্যাচে ৭০০ পাস খেলেছে ব্রাজিল। গোল লক্ষ্য করে ১৯টা শটও নিয়েছে। তবুও কোস্টা রিকার বিরুদ্ধে গোল পেল না পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ফলে শেষ পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখল না নেইমারহীন ব্রাজিল। পরবর্তী ম্যাচ প্যারাগুয়ে বিরুদ্ধে ২৯ শে জুন। নয় বারের কোপা আমেরিকা জয়ী ব্রাজিল কী পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারবে?
Discussion about this post