টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ব্যক্তিগত পারফরমেন্স ও প্রভাবে নিরিখে টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিল আইসিসি। অবশ্য শুধু সেরা একাদশ নয় বরং দ্বাদশ ক্রিকেটারসহ আইসিসি টুর্নামেন্টের সেরা দল গড়ে নিল বলা যায়। সঙ্গত কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৪ এর সেরা দলের ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য একতরফা। টিম অফ দা টুর্নামেন্টে ভারতের ৬ জন ক্রিকেটার রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো রানার্স দল দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার নেই সেরা একাদশে। একমাত্র দ্বাদশ ক্রিকেটের নাম রয়েছে প্রটিয়া পেসার এনরিক নকিয়ার।আফগানিস্তানের তিনজন ক্রিকেটার রয়েছেন বিশ্বকাপের সেরা দলে।এছাড়া অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার রয়েছেন টিম অফ দা টুর্নামেন্টে।সেমিফাইনালিস্ট ইংল্যান্ডের কোন ক্রিকেটার জায়গা হয়নি এই দলে । ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেরা একাদশের সুযোগ পেয়েছেন রোহিত শর্মা সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরা এবং অর্শ্বদীপ সিং। অবশ্য ফাইনালে সেরা হয়েও বিশ্বকাপের সছধ্ব একাদশের জায়গা পায়নি বিরাট কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সের দল:-
১. রোহিত শর্মা( ভারত):,আট ম্যাচে ৩৬.৭১গড়ে,২৫৭ রান। স্ট্রাইক রেট ১৫৬.৭০, হাফ সেঞ্চুরি তিনটি ।
২. রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) আট ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান ।স্ট্রাইক রেট ১২৪..৩৩ হাফ সেঞ্চুরি তিনটি
৩. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) ৭ ম্যাচে ৩৮.০০ গড়ে ২২৮ রান । প্রাইস রেট ১৪৬ .১৫, হাফ সেঞ্চুরি একটি।
৪. সূর্য কুমার যাদব (ভারত) :৮ম্যাচে ২৮.৪২ দশম চার দুই করে ১১৯ রান। স্ট্রাইক রেট ১৩৫.৩৭ হাফ সেঞ্চুরি দুটি ।
৫.মার্কাস স্টাইনিস: (অস্ট্রেলিয়া) ৭ ম্যাচে ৪২.২৫ করে ১৬৯ রান । স্ট্রাইক রেট ১৬৪.০৭ ।হাফ সেঞ্চুরি দুটি। ৬ ইনিংসে ১০টিউইকেট।ইকোনমি রেট ৮.৮৮
৬. হার্দিক পান্ডিয়া (ভারত) ৮ম্যাচে ৬ ইনিংসে ৪৮.০০ গড়ে ১৪৪ রান ।স্ট্রাইক রেট ১৫১.৫৭ । হাফ সেঞ্চুরি১টি। ৮ ইনিংসে ১১ টি উইকেট। ইকোনমি৭.৬৪।
৭ . অক্ষর প্যাটেল( ভারত) ৮ম্যাচের ৫ ইনিংসে ২৩.০০ গড়ে ৯২ রান । স্ট্রাইক রেট১৩৯.৩৯ । ৮ ইনিংসে ৯টি উইকেট,।ইকোনমি রেট ৭.৮৬
৮. রশিদ খান (আফগানিস্তান) ৮ ম্যাচের ১৪ উইকেট । বোলিং গড় ১২.৭৮ । সেরা বোলিং ১৭ রানে ৪ উইকেট।
৯. জশপ্রীত বুমরা ( ভারত) ৮ ম্যাচে ১৫ উইকেট। বোলিং গড় ৮.২৬। ইকো ৪.১৭।সেরা বোলিং ৭ রানে ৩উইকেট।
১০. আর্শদীপ সিং (ভারত ) ৮ম্যাচে ১৭ উইকেট। বোলিং কর ১২.৬৪ । ইকোনোমি ডেট ৭.১৬।সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট। ।
১১. ফজলহক ফারুকী (আফগানিস্তান) ৮ম্যাচে ১৭ উইকেট । বোলিং গড় ৯.৪১। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট
১২. হেনরিক নারকিয়া ,(দক্ষিণ আফ্রিকা )৯ ম্যাচে ১৫ উইকেট ।বোলিং গড় ১৩.০৪। ইকোনমি রেট ৫.৭৪ ।সেরা বোলিং ৭ রানে ৪ উইকেট।
Discussion about this post