সকলেই জানতো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় আর ভারতের কোচ থাকবেন না । বিরাট রোহিতরা তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য কী ভেবেছেন এমন প্রশ্নও এসেছিল। সব উত্তর পাওয়া গিয়েছে ভারত বিশ্বকাপ জেতায়। এবার ভারতের ড্রেসিং রুমে শেষবার বলতে গিয়ে দ্রাবিড় জানান রোহিত শর্মার একটা ফোন কত কিছু বদলে দিয়েছিল। সেই ফোন না আসলে হয়তো কোচ হিসেবে দ্রাবিড়ের বিশ্বজয় করা হতো না। আসলে গত বছর একদিনের বিশ্বকাপের পরেই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছিল ।এরপর দ্রাবিড়ের চুক্তি বাড়ানো হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর রাহুল দ্রাবিড় জানিয়েছেন ওই সময় তিনি ভারতের কোচ থাকতে রাজি হয়েছিলেন রোহিতের কথা শুনে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতের ড্রেসিং রুমে ফিরে রাহুল দ্রাবিড় বলেন, “রোহিত তোমাকে ধন্যবাদ ।গত বছর নভেম্বরের তুমিই আমাকে ফোন করে থাকতে বলেছিলে। তোমাদের সকলের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। সেখানে থেমে থাকেনি রাহুল দ্রাবিড় ।আরো বলেন ,”রোহিত কে আলাদা করে ধন্যবাদ বলতেই হবে । কোচ ও অধিনায়ক এর মধ্যে অনেক কথা হয়। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। কখনো আমাদের মতের মিল হয়েছে কখনো তা মেলেনি”। বিশ্বকাপ জয়ের আনন্দে একেবারে ভাষা হারিয়ে ফেলেন দ্রাবিড় ।তিনি বলেন ,”এমনটা সাধারনত হয় না ।আমি কী বলব, সত্যিই যেন শব্দ খুঁজে পাচ্ছি না। আমাকে এই জয়ের সঙ্গী করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই রান বা উইকেট নয় আমি তো বলব স্মৃতিগুলোই মনে থেকে যাবে ।আর সেটা অনুভব করা উচিত ।তোমাদের নিয়ে আমি গর্বিত”
Discussion about this post