ভারতীয় ক্রিকেট দলের বিশেষ বিমান দিল্লির মাঠে ছুঁয়েছে সকাল ৬টা ৭ মিনিটে। তার কয়েক মিনিট পর খোলা হয় বিমানের দরজা। তখন রোহিত শর্মা বিরাট কোহলিদের যেন আর তর সইছিল না ।বিমান থেকে নামার পর একরকম ছটফট করছিলেন বিশ্বজয়ীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ১০৫ ঘন্টা পর দেশে ফিরতে পারলেন রোহিত বিরাট রা। অতি ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বেরিল’ জন্য আটকে থাকতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের । স্বভাবতই বিমান দিল্লির মাটি ছোঁয়ার পর বাইরে আসার জন্য ব্যস্ত এ পরের ক্রিকেটাররা। বিমানের দরজা খোলার আগেই রোহিতরা আসন ছেড়ে উঠে পড়েন ।বিমানের ভিতরে সেই সময়ের ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিমানের মধ্যে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের উচ্ছাস ধরা পড়েছে সেই ভিডিওতে।
অবশেষে দেশে ফেরার স্বস্তিও ধরা পড়েছে ক্রিকেটারদের মুখে। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটাররা রাতে কেউ ঘুমাননি। তারা চুটিয়ে মজা করেছেন ।কেউ তো আবার বিশ্বকাপ চুম্বন করেন যেহেতু এটা একটা বিশেষ বিমান ছিল ভারতীয় দলের জন্য। তাই কেউ বিরক্ত হননি। যদি এটা সাধারণ বিমান থাকতো তাহলে অন্য সব বিমান যাত্রীদের সমস্যা হতো ।কিন্তু সেটা হয়নি কারণ এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান রোহিতদের আনতে যায়। সেই বিমানের চেপেই আজ অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে এলেন বিশ্বকাপ জয়ীরা। ভিডিওতে দেখা যায় প্রথমে রোহিত বিশ্বকাপ টি সামনে রেখে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।
অন্যদিকে বিরাট ট্রফিটিকে নিয়ে উষ্ণ চুম্বন করেন। ঋষভ আবার অন্য রকম ভাবে সেলিব্রেশন করলেন, ট্রফিটিকে হাতে নিয়ে একটু নাচিয়ে নেওয়ার চেষ্টা করলেন ।বুমরা তার সন্তানকে নিয়ে ট্রফিটি হাতে নিলেন। তবে মোঃ সিরাজ একটু আবেগপ্রবণ হয়ে যান। ট্রফিটি হাতে নিয়ে তিনি বলতে থাকেন,” এটার জন্য এত অপেক্ষা এবং কষ্ট করতে হয়েছে”। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেই একই বিমানে ভারতে আসেন তাদের স্ত্রী এবং পরিবারের সদস্যরা। সেখানেই দেখা যায় সূর্য কুমার যাদব এবং তার স্ত্রী ছবি তুলছেন ট্রাফিক সঙ্গে। আর্শদীপও ট্রফি নিয়ে ছবি তুললেন। সিরাজ কেও ছবি তুলতে দেখা যায়। প্রত্যেক ক্রিকেটার টিম জার্সিতে সই করেন। ভারতীয় সময় বুধবার দুপুর দুটোর সময় বার্বাডোজ থেকে উড়েছিল ভারতীয় দলের বিশেষ বিমান ।১৬ঘন্টা যাত্রা শেষে দেশে ফিরলেন রোহিত বিরাটরা।
Discussion about this post