টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল গতকাল দেশে ফিরেছে। দক্ষিণ আফ্রিকা কে হারিয়ে ২০০৭ এর পর আর একবার ট্রফি এসেছে দেশের মাটিতে। গতকাল সকালে দিল্লিতে পাওয়া যায় টিম ইন্ডিয়া। ভারতীয় দলকেক জমকালো স্বাগত জানানো হয়। এরপরে বিশ্ব চ্যাম্পিয়নরা প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। জনে জনে প্রত্যেকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বহু প্রতীক্ষিত এই বৈঠকের পরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের চ্যাম্পিয়নদের সঙ্গে এটা একটা দুর্দান্ত বৈঠক ছিল। ৭, লোক কল্যাণ মার্গে বিশ্ব চ্যাম্পিয়নদের দলের সঙ্গে স্মরণীয় কথোপকথনছিল
এই টুর্নামেন্টে তাদের অভিজ্ঞতা শুনেছি”। এদিন প্রধানমন্ত্রী টিমের সঙ্গে একত্রে ছবিও তোলেন । প্রধানমন্ত্রী মোদির এই পোষ্টের কিছুদিন আগে বিরাট কোহলি একটি পোস্ট করেছিলেন ।তিনি এই পোস্টে বলেছিলেন,” শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করা আমাদের জন্য সম্মানের ধন্যবাদ স্যার আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানানোর জন্য” । এদিকে ঢাকঢোল এর তালে খেলোয়াড়দের ভাঙ্গড়া নাচতে আছে দেখা গেছে। আইটিসি মৌর্য হোটেলে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তাদের স্বাগত জানাতে বিশেষ কেক তৈরি করা হয় ।তিন তলা এই কেকের বিশেষ আকর্ষণ ছিল মাথায় থাকা ট্রফি যা দেখতে হুবহু ট্রফির মত , সম্পূর্ণ চকলেট দিয়ে তৈরি । এদিন টিম ইন্ডিয়া দিল্লিতে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানাতে ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পছন্দের খেলোয়াড়দের দেখতে হোটেল থেকে রাস্তায় ভিড় জমে যায়।
Discussion about this post