টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। গ্রামে ফিরতেই দয়ানন্দকে নিয়ে মাতল কোলাঘাটবাসী। সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন । বৃহস্পতিবার সকালেই বার্বাডোজ থেকে দেশে ফিরেছে টিম ইণ্ডিয়া।
গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উল্লাস, মাতামাতি। গোটা এলাকা যেন ঢাকা পড়ে গেল উৎসবের মেজাজে। নাচ, গান । নানা অনুষ্ঠানের মাঝে সংবর্ধনা। যাকে ঘিরে মাতামাতি তিনি দয়ানন্দ গড়ানি। ভারতের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলের সদস্য। কোলাঘাটের জামিট্যা গ্রামের বাসিন্দা ।
গরিব ঘরের ছেলে দয়ানন্দ। ছেলেবেলাটা কেটেছে আর্থিক অনটনের মধ্যে দিয়ে। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হলেও তাঁর স্বপ্নটা ছিল অনেক বড়। বহু পরিশ্রমের পর আজ তিনি সফল। টেলিভিশনের পর্দায় বিরাট, রোহিত, বুমরা, হার্দিকদের দাপট দেখা গেলেও একটা ম্যাচের সঙ্গে আরও অনেকে জড়িত থাকেন। টেলিভিশনের পর্দায় যাদের মুখ ভেসে ওঠে না। কোচিং স্টাফের পাশাপাশি থাকেন সাপোর্ট স্টাফরা। তেমনই একজন সাপোর্ট স্টাফ দয়ানন্দ। ভারতীয় টিমের থ্রো ডাউন স্পেশালিস্ট। নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটারদের প্রস্তুতিতে সাহায্য করেন থ্রো ডাউন স্পেশালিস্টরাই।
কলকাতার বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল দলে থ্রো ডাউন স্পেশালিস্ট হিসেবে সুযোগ। তারপর ইন্ডিয়া টিমে। ২০২০ সাল থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন দয়ানন্দ। বাবা অসুস্থ। সেই কারণে দ্রুত বাড়ি এসেছেন এ দিন বিকেলেই। আর তাঁকে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছে এলাকার মানুষ। কিছু দিন আগেই বিয়ে করেছেন দয়ানন্দ। প্রথম বিবাহ বার্ষিকীতে তাঁর স্ত্রী পিয়ালি গড়ানির একটাই চাওয়া ছিল স্বামী দয়ানন্দর কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ। টিম ইণ্ডিয়া বিশ্বকাপ জিতে যাওয়াতে সেই ইচ্ছাপূরণ হল পিয়ালির। পাশাপাশি স্ত্রীর আবদার পূরণ করতে পারলেন দয়ানন্দও
Discussion about this post