ডেঙ্গি উদ্বেগ বাড়াচ্ছে। বর্ষা প্রবেশ করেছে রাজ্যে। তার সঙ্গে বয়ে নিয়ে এসেছে ডেঙ্গীর আতঙ্গ।প্রতি বছর এই সময় ডেঙ্গীর প্রকোপ বারে।বর্ষার জল জমেই তাতে হয় বিপত্তি।ডেঙ্গীর মশার জন্ম হয়।তাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বারে। এবারেও তার ব্যতিক্রম নয়।গত বছর ১ লক্ষ ৭ হাজার জন আক্রান্ত হয়েছিলেন রাজ্যে।এবার ও আক্রান্তের সংখ্যা লক্ষাধিক হবে বলেই মনে করছে চিকিৎসকরা। এবার বর্ষা নামতেই তাই চিকিৎসকদের কপালে চিন্তার ভাজ।3রা জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০৯৫।স্বাস্থ্য দফতর সূত্রে খবর রয়েছে, রাজ্যে 10 দিনে আক্রান্ত হয়েছে 250 জন।কলকাতা, উত্তর ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, হুগলিতে এখন কয়েক জন করে হলেও আক্রান্তের খোঁজ মিলছে।
শনিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘গত বছরের নিরিখে ডেঙ্গি সংক্রমণের হার এখনও পর্যন্ত ৩০ শতাংশ কম। তবু পুরসভার তরফে যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।’’ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা ও মালদহে।দুই জেলায় 176 জন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।মুর্শিদাবাদে আক্রান্ত 153 জন। হুগলিতে আক্রান্ত হয়েছে 145 জন।জানা যাচ্ছে সমস্ত সরকারী হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার জন্য জোর দেওয়া হচ্ছে। ডেঙ্গি নিয়ন্ত্রনের কাজ নিয়ে সম্প্রতি বৈঠক করেছেন রাজ্য স্বাস্থ্য দফতর এবং অন্যান্য দফতরের কর্তারা।বৈঠকে নানান বিষয় আলোচনা হয়েছে।ডেঙ্গীকে রুখতে ও দ্রুত নিরাময় করতো তৎপর হয়েছে স্বাস্থ দফতর।
Discussion about this post