শনিবার মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গল এফসি ম্যাচ ।তার আগে দল প্রস্তুতি নিয়ে রাখছে।। এর মধ্যে ইস্টবেঙ্গল কে নিয়ে এলো বড় আপডেট। কলকাতা ফুটবলে ডার্বি ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিয়েছ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট । ইস্টবেঙ্গলের সি এবং এল স্কোয়াডে রেজিস্টার করা হয়েছে একাধিক সিনিয়ার ফুটবলারের নাম সোশাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে কলকাতা ফুটবল লিগে আসন্ন ডার্বির আগে, ভিপি সুহের,দেবজিৎ মজুমদারদের মণ্ডতো অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে যুক্ত করেছেন লাল হলুদ কর্তদের । আই এছাড়াও ডেভিড লালহানসাঙ্গা , পিভি বিষ্নুদের সিএফএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। কলকাতা ফুটবল লিগ কে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইমামি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের সরণিতে রয়েছে মশাল বাহিনী।
পরপর ম্যাচে এসেছে জয়। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টকে এখনো পর্যন্ত পরিচিত ফর্মে দেখা যায়নি। এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে বাগান । বড় ম্যাচের আগে দুই দলের পারফরমেন্স দুই মেরুতে ।মোহনবাগান চাইবে বড় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে। ইস্টবেঙ্গল চাইবে চাইবে মমেন্টাম ধরে রাখতে। কলকাতা ফুটবল লীগে ইস্টবেঙ্গল উঠতি ফুটবলারদের পাশাপাশি সিনিয়র ফুটবলার কে খেলাচ্ছে। সার্থক গুলুই,হীরা মন্ডলরাও রয়েছে স্কোয়াডে। তন্ময় ঘোষ তন্ময় দাস, সুব্রত মুর্মুরাও নজর কেড়েছেন। পরিবর্ত ফুটবলার হিসেবে জিতেন মুর্মু চাকু মান্ডিদের পরোখ করে নিচ্ছেন ইস্টবেঙ্গলের কোচ বিনু জর্জ। গুলের মধ্যে রয়েছে সায়ন ব্যানার্জি ।নজর খেয়েছেন কুর্তি ফুটবলার। তাদের সঙ্গে সুহের ,দেবজিতদের যুক্ত করে ইস্ট বেঙ্গল সিএফএল স্কোয়াড যে আরো মজবুত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের রিজার্ভ দলের ওপরেই আস্ত রাখছে।
Discussion about this post