রবিবার রাতে ইউরো কাপের মেগা ফাইনাল। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড ।২০২১ সালের পর এবার ২০২৪, পরপর দুবার ইউরো কাপের ফাইনালে উঠলো স্পেন । যদি স্পেন পর পর দুবার ইউরো কাপ জিততে পারে তবে আরো একবার রেকর্ড করবে তারা ।কারণ এর আগে বিশ্বকাপসহ পরপর দুবার ইউরো কাপ জিতেছিল স্পেন ,যে রেকর্ড অন্য কোন দেশের নেই। ২০১২ সালের পর আবার মহাদেশের সেরা হওয়ার হাতছানি স্প্যানিশদের সামনে।
অন্যদিকে ইংল্যান্ড এখনো পর্যন্ত কোনো বছর ইউরো কাপ জিততে পারেনি, যদি এ বছর ইংল্যান্ড ইউরো কাপ জেতে, তবে নতুন রেকর্ড করবে এবং ইতিহাস রচনা করবে। এই ম্যাচের আগে ফিরে আসছে সাত বছর আগের এক ফাইনালে স্মৃতি ২০১৭ সালে ভারতে বসেছিল অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আসর কলকাতায় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড স্পেন । ৬২০০০-এর যুবভারতী সেদিন সাক্ষী ছিল সিংহ গর্জনের। ব্রিটিশদের দাপটে উড়ে গিয়েছিল স্প্যানিশ আর্মডারা। ৫ -২ গোলে ম্যাচ জিতে বিশ্ব সেরা হয়েছিল ইংল্যান্ডের যুবদল।
ফাইনাল ম্যাচের আগে গারেথ সাউথ গেট যখন ফুটবলারদের পেপটক দেবেন নিশ্চয়ই সেই ম্যাচের কথাও তুলে ধরতে পারেন। বর্তমান ইন্ডিয়ান দলে রয়েছে একজন বিশ্বকাপজয় ২০০৭ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৭ দলে ছিলেন ফিল্ড ফডেন। গোটা টুর্নামেন্টের দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এমনকি ফাইনালেও স্পেনের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফিল ফোডেন। এবার ইউরো কাপের ফাইনালে ফের মুখোমুখি ইংল্যান্ডের ও স্পেন। সেবার ফাইনাল জোড়া গোল করে নায়ক হয়েছিলেন ফডেন। সেই সময় তার সতীর্থরা পরবর্তীকালে যেভাবে সিনিয়র দলের সুযোগ করতে না পারলেও ফোডেন কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এমনকি গারেথ সাউথ গেটের দলের বড় অস্ত্র তিনি। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফাইনালের মতোই ইউরো কাপেও স্পেনের বিরুদ্ধে গোল করতে পারলে নয় ইতিহাস সৃষ্টি করবে ম্যানসিটির এই ফুটবলার। ব্রিটিশ তারকা ফুটবলার দেশের হয়ে খেলার সময় পড়েন ১১ নম্বর জার্সি।
তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি হয়ে খেলার সময় পড়েন ৪৭ নম্বর জার্সি। সাধারণত তারকা ফুটবলারদের দেশ ও ক্লাবের জার্সির নম্বর এক থাকে কিন্তু ফডেনের ক্ষেত্রে ভিন্ন কেন? ফরেন বলেন ১৭ বছর বয়সে ম্যানসিটি তে যোগ দিই সেই সময় নিজের থেকে নাম্বার বেছে নেওয়ার খুব একটা সুযোগ পাওয়া যায় না। যে কটি মাত্র নম্বর আমাকে পাঠানো হয়েছিল সেখান থেকেই বেছে নিতে হতো। ৪৭ নম্বর কেই বেছে নিয়েছিলাম কারণ আমার ঠাকুরদা ৪৭ বছর বয়সে প্রয়াত হন আমার সিদ্ধান্ত আমার পরিবার খুশী হয়। কিন্তু দেশের হয়ে খেলার সময় ১১ নম্বর জার্সি পড়ার সুযোগ পাই , আমি পরবর্তীতে কোন নম্বরই পরিবর্তন করিনি।
Discussion about this post