শনিবার ছিল ডার্বির ইতিহাসে শততম ম্যাচ। গোটা বিশ্বই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লড়াই সম্পর্কে পরিচিত। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে মাঠের বাইরেও টানটান উত্তেজনা থাকে। যদিও কলকাতা লিগে এখন মূলত জুনিয়র দল খেলায় কলকাতার দুই প্রধান। তবুও এদিনের ডার্বি ঘিরে সোশ্যাল মিডিয়ায় উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো। আর এই আবহেই ডার্বির দিন ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের কয়েকটি পোস্ট আলাদা করে নজর কেঁড়ে নিল। এমনকি ডার্বি জেতার পরও মোহনবাগান সুপার জায়ান্টকে খোঁচা দিতে ছাড়ল না লালহলুদের কর্মকর্তারা।
এদিন ম্যাচ শেষ হতেই ইস্টবেঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। তবে এই পোস্টের ক্যাপশন ছিল চোখে পড়ার মতো। গোলের পর পিভি বিষ্ণুর সেলিব্রেশনের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল দেখ কেমন লাগে। এর সঙ্গেই ছিল একটি বিশেষ ইমোজি। কারও বুঝতে অসুবিধা হয়নি এই বাক্যটি কাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে। ওই পোস্টটি শেয়ার হতেই লালহলুদ জনতা লাইক কমেন্টের বন্যা বইয়ে দিতে থাকে।
এখানেই শেষ নয়, ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল আরও দুটি পোস্ট করেছিল ফেসবুক পেজে। সেই পোস্ট গুলিও ছিল চোখ টানার মতো। প্রথম গোলের পর পিভি বিষ্ণুর ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল প্রথম ছোবল। আর জেসিন টিকের দ্বিতীয় গোলের পর তাঁর সেলিব্রেশনের ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া হয় দ্বিতীয় ছোবল। সবমিলিয়ে এদিন যুবভারতী ক্রীড়াঙ্গণে ডার্বির লড়াইয়ের সঙ্গে সামাজিক মাধ্যমেও লড়াই দেখল ফুটবলপ্রেমী মানুষ।
তবে মোহনবাগান এই ডার্বির আগে থেকেই সাবধানী ছিল। এদিন ম্যাচ শেষে মোহনবাগান সুপার জায়ান্ট তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে লেখে সুহেলের দেরিতে গোল আমাদের জয়ের জন্য পর্যাপ্ত ছিল না, তবে রিজার্ভ দল অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবে। বোঝাই যাচ্ছে ইস্টবেঙ্গলের কাছে হেরেও মোহনবাগান বলতে চাইছে, পূর্ণ দল নিয়ে না খেলায় তাঁরা ম্যাচ জিততে পারেনি। তাই এই হার থেকে শিক্ষা নিতে পারবে তাঁদের রিজার্ভ দল। অপরদিকে ইস্টবেঙ্গল বিপক্ষকে মিস্টি খোঁচা দিতে ছাড়েনি।
Discussion about this post