নতুন করে ভয়ানক জঙ্গি হামলায় কেঁপে উঠেছে কাশ্মীর ঘাঁটি। জঙ্গিদের সঙ্গে মুখোমুখ লড়াইয়ে ভারতীয় সেনার ৪ জওয়ান শহিদ হয়েছে। আর এই ঘটনাক কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি এনকাউন্টারে এক সেনা অফিসার ও তিন জওয়ান শহিদ হয়েছেন। ডোডার ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই চলে সোমবার রাতে। সেই সময় সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর আহত হন পাঁচ সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে গেলে চার জনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কথা বলেছেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। জঙ্গি নিকেশ অভিযানের খুঁটিনাটি বিষয় ও ডোডায় এনকাউন্টার নিয়ে কথা বলেছেন রাজনাথ। মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স।
জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। অন্যদিকে, এই ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে টুইট করে তিনি বলেন, “আজ জম্মু-কাশ্মীরে জঙ্গি আক্রমণে ফের আমাদের জওয়ানরা শহীদ হয়েছেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাই। একের পর এক এমন ঘটনা দুঃখজনক এবং চিন্তার বিষয়।” রাহুল আরও বলেন, “লাগাতার হয়ে চলা জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরের ভয়াবহ অবস্থার কথা ব্যক্ত করছে। বিজেপির ভুল নীতির ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমাদের জওয়ান এবং তাঁদের পরিবারদের। প্রত্যেক দেশভক্তের দাবি, সরকার সুরক্ষা ব্যবস্থায় বারবার হয়ে চলা ত্রুটির জবাবদিহি করুক এবং জওয়ানদের হত্যাকারীদের প্রতি কঠোরতম ব্যবস্থা নিক। দেশের এই দুঃসময়ে গোটা দেশ আতঙ্কবাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে আছে।”
Discussion about this post