স্বপ্নের মত কাটছে লিওনেল মেসির সময়। একটা সময় একের পর এক ফাইনাল হেরে বিধ্বস্ত ছিল আর্জেন্টিনা এবং অধিনায়ক হিসেবে মেসিও হচ্ছিলেন সমালোচনায় বিদ্ধ। অবশেষে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল ২০১১ সালে, কোপা আমেরিকা কাপ জয়ের মধ্যে দিয়ে। তারপর ফাইনালিসিমা, ফুটবল বিশ্বকাপ এবং এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলেন মেসি এবং সেই সঙ্গে আর্জেন্টিয়াও। ফাইনালে ৬৫ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মেসিকে। রীতিমতো কাঁদতে কাঁদতে। লাউতারো মার্তিনেজের গোলে অবশ্য ম্যাচের শেষে মেসির মুখে হাসি ফুটে ওঠে।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার অর্থ পেলেন মেসিরা, রানার্স কলম্বিয়ার জন্যই বা কি বরাদ্দ? বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। ১৯১৬ সালে যে টুর্নামেন্টের সূচনা। এবার হলো ৪৮ তম কোপা আমেরিকা। ১৬ দলের টুর্নামেন্ট জয়ী লা আলবিসেলেস্তেরা । দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল জানিয়েছিল কোপা আমেরিকার মোট পুরস্কার অর্থ ৭২ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় অংকটা প্রায় ৬০২ কোটি টাকা ।১৬ দলের প্রত্যেককেই কোনো না কোনো অংকের অর্থ পাবেই। প্রতিযোগিতায় অংশ নেয়া মানেই প্রত্যেক দল নিজের পক্ষে ২ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি ৭২ লক্ষ টাকা।
সেমিফাইনালে ওঠা ৪ দলের মধ্যে যে দুই দল জেতে তারা ফাইনালে পৌঁছে যায়। তবে কোপা আমেরিকা সেমিফাইনালে পরাজিত দুই দল তৃতীয় স্থান নির্ণয়কারী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। সেই ম্যাচে যারা জেতে এবং তৃতীয় স্থান পায়। তারা পাঁচ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার পায় ,এবার যেমন লুইস সুয়ারেজের উরুগুয়ে পেয়েছে ভারতের মধ্যে হিসাবে প্রায় ৪১ কোটি ৭৯ লক্ষ টাকা। চতুর্থ স্থান অধিকারী কানাডা পেয়েছে চার মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি ১৪৪ লক্ষ টাকা ।ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও বড় অংকের অর্থ পুরস্কার পেয়েছে কলম্বিয়া ।হামেজ রদ্রিগেজরা পেয়েছেন ৭ মিলিয়ন ডলার ।ভারতীয় মুদ্রায় ৫৮ কোটি৫১ লক্ষ টাকার কাছাকাছি। আর মেসিরা? চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বরাদ্দশ হলো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যে অংকটা চমকে দেয়ার মত ১৩৩ কোটি ৭২ লক্ষ টাকা।।
Discussion about this post