সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর রয়েছে তারা ।কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের নিরেখে ভারত কত নম্বরে? কত নম্বর রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ?প্রথম দশে রয়েছে কারা? আসুন দেখে নেওয়া যাক। ১৫২ টি ম্যাচ জিতে এক নম্বরে রয়েছে ভারত। ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত ২৩২ টি ম্যাচ খেলেছে ভারত। হেরেছে ৬৯ টি ম্যাচ। ভারত ছাড়া এই ফরম্যাটে কোন দেশই দেড়শো বা তার চেয়ে বেশি ম্যাচ জিতেনি। তালিকায় দুই নম্বরের রয়েছে পাকিস্তান ভারতের থেকে বেশি ম্যাচ খেলেও কম ম্যাচ জিতেছে তারা। ২০০৬ সাল থেকে২৪৫ ম্যাচ খেলে ১৪২ টি তে জিতেছে তারা।
১১১ টি ম্যাচ জিতে তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এ পর্যন্ত তারা ২২০টি ম্যাচ খেলেছে এবং ৯২ টি ম্যাচে হেরেছে। সমসংখ্যক ম্যাচে হেরেছে পাকিস্তান ও। নিউজিল্যান্ডের পরেই রয়েছে অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত ১৯৫টি ম্যাচ খেলে ১০৫ টিতে জিতেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে ৫ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা অজিদের থেকে দশটি ম্যাচ কম খেলে মাত্র একটি ম্যাচ কম জিতেছে দক্ষিণ আফ্রিকা। ছ নম্বরে রয়েছে ইংল্যান্ড এখনো পর্যন্ত ১৯২ টি ম্যাচ খেলে ১০০ টি ম্যাচ জিতেছে ইংরেজরা। ইংরেজদের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ।তবে তালিকায় তারাই প্রথম যারা জেতার চেয়ে বেশি ম্যাচ হেরেছে ।২০২টি ম্যাচ খেলে ৮৮তে জিতেছে তাঁরা ,হেরেছে ১০১ টি ম্যাচ। ৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ।১৯২টি ম্যাচ খেলে ৮৬তে জিতেছে তাঁরা ,হেরেছে ১০০ টি তে। ২০১০ সাল থেকে এখনো পর্যন্ত ১৩৮ টি ম্যাচ খেলে ৮৪ টি তে জিতে নয় নম্বরে রয়েছে আফগানিস্তান। তালিকায় ১০ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড ।১৬৯ টেট টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭১ টিতে জিতেছে আইরিশরা ।
Discussion about this post