প্যারিস অলিম্পিক্সের এর জন্য ভারতের প্রস্তুতি সম্পন্ন ।এবার চূড়ান্ত তালিকার ঘোষণা গুলো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আসন্ন অলিম্পিকসের জন্য মোট ১১৭ জন প্লেয়ারের নাম ঘোষণা করল আইও এ। তবে অ্যাথলিটদের মধ্যে নাম ঘোষণার পরে বিতর্ক থাকল। সেই বিতর্ক তৈরি হলো আভা খাটুয়াকে কেন্দ্র করে ।তার নাম তালিকা থেকে বাদ পড়ায়। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি ১১৭ জন অ্যাথলিটের নামে সবুজ সংকেত দেয়া হয়েছে ।এই ১১৭ জন অ্যাথলিটের সঙ্গে থাকবেনথাকবেন ১৪০ জন। এই ১৪০ এর মধ্যে থাকবে সাপোর্ট স্টাফ এবং কর্তা। সাপোর্ট স্টাফদের মধ্যে ৭২ জন সরকারি সাহায্য পাবেন। এদের কাজ হচ্ছে, অ্যাথলিটদের সাহায্য করা। বাকি সাপোর্ট স্টাফদের টাকা দেবেন অ্যাটলিটরা। অর্থাৎ, প্রত্যেকে সরকার ব্যাক করছে না।
এই তালিকায় আভা খাটুয়ার নাম না থাকাটা একটা আলোচনা তৈরি করেছে। চূড়ান্ত তালিকা তৈরির পর তার নাম দেখা যায়নি সেখানে। কেন তিনি বাদ পড়লেন সেই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানানো হয়নি । এবার অলিম্পিক অবশ্য বাকি বছরের থেকে আলাদা। কারণ এবার অলিম্পিকসে গেমস ভিলেজে সাপোর্ট স্টাফদের সংখ্যা সীমিত করে দেয়া হয়েছে। আই ও একে জানানো হয়েছে গেমস ভিলেজে অতীতের মত ইচ্ছামত সংখ্যার স্টাফ রাখা যাবে না। গাইডলাইন অনুযায়ী মাত্র ৬৭ জন প্রবেশ করতে পারবেন অ্যাথলিটদের বাইরে। যার মধ্যে ১১ জন আইওএ র কর্তা এবং পাঁচজন মেডিকেল সদস্য থাকবেন। এবার প্যারিস অলিম্পিকসে ২৯ জন অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন ।যার মধ্যে ১১ জন মহিলা ১৮ জন পুরুষ। শুটিংয়ে অংশ নেবেন ২১ জন ।হকিতে ১৯ জন। টেবিল টেনিসে রয়েছেন ৮ জন ,ব্যাডমিন্টনের ৭ জন। এছাড়াও কুস্তি তীরন্দাজি ও বক্সিংয়ে ছয় জন করে অংশগ্রহণ করবেন। রোয়িং, ইকুয়েস্ট্রিয়ন, ভারত্তোলন সেইলিং ,সাঁতার ও টেনিসে এক বা দুজন করে অংশগ্রহণ করবেন। টোকিও অলিম্পিকিসে অংশ নিয়েছিলেন মোট ১১৯ জন অ্যাথলিট।
Discussion about this post