কঠোরতম নিরাপত্তার বেড়াজালে ঢাকা পড়েছে প্যারিস ।শুক্রবার অলিম্পিকে শুভ উদ্বোধন। তার আগে শহর জুড়ে সেনাবাহিনীর দহলদারি অস্বস্তি বাড়িয়েছে সকলের। ফরাসি পুলিশের প্রশাসনের দাবি, সাম্প্রতিক অতীতে যেভাবে বারবার সন্ত্রাসবাদী হামলার রক্তাক্ত হয়েছে প্যারিসের মাটি ,আসন্ন অলিম্পিক্সে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই সতর্কতা। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে সকলকে।। সোমবার সকালে গেমস ভিলেজে চলে যান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকর। খেলোয়াড়দের সঙ্গে হাসি গল্পে মাতেন তাঁদের সঙ্গে প্রাতরাশও সেরেছেন তিনি। ফ্রান্সের খেলোয়াড়েরা প্রেসিডেন্ট কে দেখে আরো চাঙ্গা হয়ে ওঠেন। তাদের সঙ্গে প্রচুর নিজস্বী তুলেছেন মাকর। মাকর বলেছেন, গত চার বছর ধরে আমরা নিরলস পরিশ্রম করেছি অলিম্পিক সুষ্ঠুভাবে আয়োজন করতে। প্রতীক্ষা শুক্রবারের ,যেদিন উদ্বোধন হবে অলিম্পিক্সের। শেষবার প্যারিসে অলিম্পিক হয়েছিল ১৯২৪ সালে ।সেই অর্থে শতবর্ষে আমরা ফের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি।
ইতিমধ্যেই অধিকাংশ ভারতীয় ক্রীড়াবিদরা পৌছে গেছেন প্ প্যারিসে। অলিম্পিকসে এবার পদক তুলে আনার বড় দাবিদার ভারতের টেবিল টেনিস টিম। সোমবার বিকেলে দু’ঘণ্টার জন্য মূল স্টেডিয়ামে প্র্যাকটিসের সুযোগ পেয়েছিল ভারতীয় টিম। এখন শেষ প্রস্তুতি সকাল বিকেল মিলিয়ে চার ঘন্টা ট্রেনিং করছেন ভারতের টেনিস খেলোয়াররা । ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ ঘোষণা করে দিলেন এবারের অলিম্পিক্স ভারতের হয়ে তার শেষ টুর্নামেন্ট। ২০১০ বিশ্বকাপের অভিষেক। তারপর থেকে জাতীয় টিমের নির্ভরযোগ্য কিপার। ২০১০এশিয়ান গেমসে সোনা । ২০১৮ তে ব্রোঞ্জ জেতেন দলের হয়ে। ২৭শে জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের হকি দলের। প্যারিস অলিম্পিকে অভিষেক হতে চলেছে সিফত কাউর সামরা পাঞ্জাবের ২২ বছর বয়সী তরুণে শুটার থেকে পদকের প্রত্যাশা করছেন সকলেই। কিন্তু সামারা চাপ মুক্ত রাখছে নিজেকে। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন সামরা । গত বছর এশিয়ান গেমসের সময় যেতেন চীনের বিশ্ব চ্যাম্পিয়ন কে হারিয়ে।
Discussion about this post