মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর একদিকে যেমন অনেকেই বললেন, এই বাজেটে জোট শরিকদের রাজ্যগুলিকে ঢেলে বরাদ্দ করা হয়েছে। তেমনই বাজেট পেশের পরেই শুরু হল মধ্যবিত্ত কী পেল, আর কী পেল না তা নিয়ে আলোচনা।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার মেয়াদের সপ্তম বাজেট পেশ করার সময়, কিছু ঘোষণাও করেছিলেন যা অটোমোবাইল শিল্পে দারুণ সুযোগ হিসাবে দেখা দিয়েছে। আগামী সময়ে ইলেকট্রিক গাড়ির দাম কমতে পারে। এছাড়াও, কাস্টম ডিউটি, স্কিলিং প্রোগ্রাম এবং এমএসএমই সেক্টরে করা ঘোষণাগুলি থেকেও শিল্পের ভাল প্রত্যাশা রয়েছে। অর্থমন্ত্রী তার বক্তৃতায় জানিয়েছেন, ইলেকট্রিক গাড়ির দাম কমবে। যা অটো ইন্ডাস্ট্রিকে বিপুল সাফল্য দেবে।
ই-কমার্সে টিডিএস-র হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রীর মতে, “লিথিয়াম, তামা, কোবাল্ট এবং বিরল আর্থ উপাদানের খনিজগুলি পারমাণবিক শক্তি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ এবং উন্নত প্রযুক্তি ইলেকট্রনিক খাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ২৫টি প্রয়োজনীয় খনিজ সম্পূর্ণ সরবরাহ করার প্রস্তাব করা হচ্ছে। কাস্টম শুল্ক থেকে অব্যাহতি এবং ২টি খনিজের উপর বিসিডি কমানো হচ্ছে।” অর্থাৎ, ২০২৩-২০২৪ আর্থিক বাজেটে কোবাল্ট এবং লিথিয়ামের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেওয়ায় লিথিয়াম ব্যাটারিতে চলে এমন স্কুটার, বাইক কিংবা গাড়ির দাম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। কারণ, ইলেকট্রিক ভেইক্যালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লিথিয়াম। এই বাজেটে কোবাল্ট এবং লিথিয়ামের ওপর থেকে সম্পূর্ণ শুল্ক তুলে নেওয়া এই সেক্টরে গতি আসবে বলে মনে করা হচ্ছে। যার সব থেকে বড় দিক হলো, ইলেকট্রিক যানবাহনের বিক্রিও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
Discussion about this post