আইপিএল পেশাদার ক্রিকেট সাফল্য দিতে না পারলে কদর নেই ক্রিকেটারদের প্রত্যাশা পূরণ করতে না পারায় অন্তত তিনটি ফ্রাঞ্চাইজি এবার রিলিজ করে দিতে পারে তাদের অধিনায়ক কে। ২০২৫ সালে আইপিএলের আগে হবে পূর্ণাঙ্গ নিলাম। নির্দিষ্ট সংখ্যক ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি। বাকিদের ছেড়ে দিতে হবে নিলামের জন্য ।সূত্রের খবর অন্তত তিনটি ফ্রাঞ্চাইজি তাদের অধিনায়ক কে ই রাখতে চায় না ।দলকে সাফলের রাস্তায় আনতে নেতৃত্বের বদল চাইছেন ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষেরা। লোকেশ রাহুল: গত বছর থেকেই লক্ষনৌ সুপার সুপার জায়েন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রাহুলের। দলের ব্যর্থতার জন্য রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছিলেন গোয়েঙ্কা। সেই ঘটনায় তীব্র সমালোচনার মুখে করে দলের অধিনায়ক সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টাও করেন তিনি । সৌজন্য বজায় রেখে প্রকাশ্যে মুখ খোলেনি রাহুল রোগ কিন্তু আদতে সমস্যা মেটেনি তাদের মধ্যে বরং দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে রাহুল হয়ে খেলতে চান না তাকে রাখতে চায় না। সূত্রের খবর নিলামের আগেই রাহুলকে রিলিজ করে দেবেন লখনৌ কর্তৃপক্ষ উইকেট রক্ষক ব্যাটারির সঙ্গে। ১৭ কোটি টাকা চুক্তি ছিল লক্ষনৌএর।
ফ্যাক ডুপ্লেসি: নিলামে চেন্নাই সুপার কিংস এর হাত থেকেই একরকম ছিনিয়ে নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আশা পূরণ হয়নি বেঙ্গালুরু কর্তৃপক্ষের। ডুপ্লেসির নেতৃত্বেও আইপিএল জিততে পারেনি আরসিবি। তিন বছরের দলকে ফাইনালেও তুলতে পারেনি দুপ্লেসি। ২০২২ সালে নিলামে ৭ কোটি টাকা দিয়ে কেনা অধিনায়ক কে তাই আর রাখতে আগ্রহী নন বেঙ্গালুরুকর্তৃপক্ষ ।এবার তাকে রিলিজ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিখর ধাওয়ান: গত আইপিএলে প্রথম দিকে কয়েকটা ম্যাচ ছাড়া চোটের জন্য খেলতে পারেননি ধাওয়ান ।অধিনায়ক হিসেবে সাফল্য দিতে পারেনি পাঞ্জাব কিংস কে ।তার নেতৃত্বে দল একবারও আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি। স্বভাবতই ধাওয়ানকে নিয়ে মোহময় হয়েছে প্রীতি জিন্নার ফ্রাঞ্চাইজির। তাকেও ধরে না রাখা সিদ্ধান্ত এক রকম নিয়ে ফেলেছেন পাঞ্জাব কর্তৃপক্ষ দলের সাফল্যের রাস্তায় ফেরাতে নতুন অধিনায়কের খোঁজে রয়েছেন তাঁরা। । নিলামের আগে ছেড়ে দেওয়া হতে পারে বাহাতি ওপেনিং ব্যাটারকে
Discussion about this post