উদ্বোধনের আগেই অলিম্পিকসের শুরুটা ভালোই হলো ভারতের জন্য। প্রথমে তীরন্দাজিতে ভারতীয় মহিলা দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে কোয়ার্টার ফাইনালে ।আর বৃহস্পতিবার দিনের শেষে একই কাজ করে দেখালো ভারতীয় পুরুষ তীরন্দাজি দল। দুর্দান্ত প্লাটফর্ম করে ,৩ নম্বরে শেষ করে সরাসরি শেষ আটের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় পুরুষ দল । প্রথম রাউন্ডের খেলায় ভারতীয় পুরুষ তীরন্দাজি দলের স্কোর ২০১৩। দলে রয়েছেন ধীরাজ বোম্বাদেরাভা, তরুণদীপ রায় ও প্রবীণ যাদব। ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি ৬৮১ পয়েন্ট স্কোর করেছে ধীরাজ বোম্মাদেরাভা। তারপর ৬৬৭ পয়েন্ট স্কোর করেছে তরুণ দীপ রায় ও প্রবীণ যাদবের সংগ্রহ ৬৫৮। এই বিভাগে ২০৪৯ স্কোর করে প্রথম হয়েছে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ পয়েন্ট স্কোর করে। দ্বিতীয় ফ্রান্স । প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডের প্রথম চারই যারা শেষ করবে তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে ।ভারতীয় দল তৃতীয় হয়েছে ।
তৃতীয় হলেও মিক্স টিম ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। ধীরাজ বোমবাদেরাভা ও অঙ্কিতা ভগতের স্কোর মিলে দাঁড়িয়েছে ১৩৪৭। অঙ্কিতা স্কোর করেছিল ৬৬৬ পয়েন্ট। পুরুষ ও মহিলা দলের সর্বোচ্চ স্কোরার যোগ সংখ্যা দিয়ে নির্ধারিত হয় মিক্স ম্যাচ স্কোর। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে শেষ বার ভারতের মেয়েদের তীরন্দাজি টিম যোগ্যতা অর্জন করেছিল। এক যুগ পরে আবার ভারতের মেয়েরা গিয়েছে অলিম্পিকে ।আসা যাওয়ার মাঝে তীরন্দাজি থেকে পদক কখনো আসেনি। এবার খানিকটা হলেও আশা রাখা যায়। তার কারণ হলো ভারতের দুই তরুণী ।আরো ভালো করে বললে বাংলার মেয়ে সিঁথির মোড়ে অঙ্কিতা ভগত দুর্দান্ত পারফর্ম করলেন আর্চারীর কোয়ালিফাই রাউন্ডে। বাঁহাতি তীরন্দাজ শুরু থেকেই লক্ষ্যে অবিচল ছিলেন ।তার ধারাবাহিক পারফরমেন্সের কারণেই ভারতীয় টিম কোয়ার্টার ফাইনালে পা রাখতে পারল। আর ভালো খেললেন ভজন কৌর । দীপিকা অবশ্য শুরুটা খারাপ করেছিলেন এর মাঝপথে নিজেকে খানিকটা ফিরে পান। অঙ্কিতা ভজনের মত দীপিকা ও যদি সেরাটা দিতে পারেন। তাহলে পদকের স্বপ্ন দেখা দিতেই পারে ফ্রান্সের বিরুদ্ধে দেখা হতে পারে ভারতের মহিলাদের যদি সেমিফাইনালে ওঠে ।অঙ্কিতারা তাহলে কোরিয়ার মুখে পড়তে হতে পারে ভারতের চ্যালেঞ্জ হতে পারে এই কোরিয়ানরাই।
Discussion about this post