এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাক মূলুকে দল পাঠাতে নারাজ। শোনা যাচ্ছে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের না যায় তাহলে মেগা টুর্নামেন্টের ভেন্যু বদলাবে ।এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পাকিস্তানে এসে খেলার আমন্ত্রণ জানিয়েছেন ।এমনকি খেলার থেকে রাজনীতিকে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন প্রাক্তন পাক তারকা। শোয়েব মালিক বলেন,” দুই দেশের মধ্যে যতই সংরক্ষণ থাকুক না কেন তার সমাধান করতে হবে পৃথকভাবে। খেলাধুলার মধ্যে রাজনীতিকের না জড়ানোই ভালো ।
গত বছর পাকিস্তান ভারতে গিয়েছিল ।এবার ভারতের সামনে বড় সুযোগ। ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা পাকিস্তানের খেলেনি। নিজেদের দক্ষতা প্রদর্শন করার এটা দারুন সুযোগ। আমরা ভালো লোক, আমরা অতিথি পরায়ন ।আমি নিশ্চিত ভারতীয় দল পাকিস্তানের খেলতে আসবে”। শোয়েব মালিকের এহেনও বার্তায় বরফ বলবে কিনা জানা নেই ।তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ,ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইতে করার অনুরোধ জানাতে পারে। ২০০৮ সালে এশিয়া কাপে ভারতীয় দল শেষ বার পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিল। দ্বিপাক্ষিক সিরিজে এখন আর ভারত পাকিস্তানের দেখা হয় না ।আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় দুই দেশ ।এবার কি হবে তার উত্তর দেবে সময়।
Discussion about this post