মোহনবাগান এসজির সিনিয়র দলের অনুশীলন এখনো শুরু হয়নি। আগামী ২৯ শে জুলাই থেকে পুরো দল নিয়ে মাঠে নামবেন মোহনবাগানের নতুন কোচ হোসে মলিনা ।ফলে ডুরান্ডের প্রথম ম্যাচে সবুজ মেরুন কোচ থাকবেন বাস্তব রায় ।মাত্র কয়েকদিন দলকে অনুশীলন করিয়েছেন। এর মধ্যে ম্যাচ খেলতে নামতে হবে দলকে। আশিক কুরিনিয়ান ,আশিস রাই,ধীরজ সিংদের মতো বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন। একই সঙ্গে দিপেন্দু বিশ্বাস, সোহেল ভাটরা আছেন ।তবে দিব্যেন্দু বা আশিক এই ম্যাচে খেলানো যাবে না ।কলকাতা লীগের বড় ম্যাচে চোট পান দিপেন্দু। অন্যদিকে আসিক এখনো পুরোপুরি ফিট হয়নি। ইতিমধ্যেই বিদেশি ট্রম অলড্রেড এবং ধীরাজ সিং দলের সঙ্গে যোগ দিয়েছেন।
প্রথম ম্যাচে কি তাদের মাঠে নামানো হবে? ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে মোহনবাগান এসি কোচ বাস্তবায় বলেন ” ফিরোজ ও টম সদ্য দলে যোগ দিয়েছে ওদের অবস্থা দেখতে হবে ।দুজনকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ দল সম্পর্কে বাস্তব রায় বলেন, “একটা কথা সহজ ভাবে বলতে চাই প্রতিপক্ষ দল সম্পূর্ণ অচেনা। শুনেছি তারা দুই বিদেশি নিয়ে এসেছে। অচেনা প্রতিপক্ষ সবসময়ই কঠিন হয়। মোহনবাগান এস জি খেলতে নামলে জয় ছাড়া অন্য কোন বিকল্প থাকে না। কলকাতার লীগের সঙ্গে ডুরান্ডের কোন তুলনা করতে চাইছেন না বাস্তব রায় । তাঁর কথায় কলকাতা লীগের সঙ্গে এর কোন তুলনা চলে না। এর কোন তুলনায় চলে না।
এটা সর্বভারতীয় টুর্নামেন্ট। আমাদের দুটো আলাদা দল আছে হবে খেলতে কোন সমস্যা হবে না। কিন্তু আমি শুধুমাত্র আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি কারণ এরপর কোচ আসবেন তিনি পরবর্তী পরিকল্পনা করবেন”। কলকাতা লীগের দলের পারফরমেন্স প্রসঙ্গে বাস্তব বলেন ,”রিজার্ভ দলে যারা খেলছে তারা কেউ প্রতিষ্ঠিত নয় ।নিজেকে কেউ যদি প্রতিষ্ঠিত মনে করে সেটা ভালো নয়। এদের কাছে সুযোগ রয়েছে ।নিজেকে প্রমাণ করতে না পারলে ক্লাব কারো জন্য বসে থাকবে না”।
Discussion about this post