শতাধিক বন্দি HIV-তে আক্রান্ত দিল্লির তিহাড় জেলে। ২০০ বন্দি আক্রান্ত হয়েছেন সিফিলিসে। সম্প্রতি এই খবর সামনে আসায় বেড়েছে উদ্বেগ। সূত্রের খবর, সম্প্রতি তিহাড় জেলে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে বন্দিদের স্বাস্থ্যপরীক্ষার সময়েই এই সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তিহাড়ের তিনটি জেল তিহাড়, রোহিণী এবং মন্ডোলা মিলিয়ে মোট ১৪ হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে ১০ হাজার বন্দির স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। সকলের এইচআইভি পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ১২৫ জনের দেহে এইচআইভির সংমক্রমণ ধরা পড়েছে বলে সূত্রের খবর। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। কারণ এই জেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো হেভিওয়েটরা। এছাড়াও বন্দিদের যক্ষ্মার পরীক্ষাও করানো হয়।
তবে কারও রিপোর্ট পজ়িটিভ আসেনি। কিভাবে জেলের এতজন বন্দি এইচআইভি আক্রান্ত হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কারণ এখনও স্পষ্ট নয়। তিহাড় জেলর ডিজি সতীশ গোলচা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। “যে ১২৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, তারা সম্প্রতি এইচআইভিতে আক্রান্ত হননি। সকলে এখানে এসেই যে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন, এমনটা তা নয়। আক্রান্তদের বন্দিদের মধ্যে অনেকেই অন্য জেল থেকে তিহাড়ে এসেছে। সেই সময়ে তাদের স্বাস্থ্যপরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছিল। ফলে এটি নতুন কোনও ঘটনা নয়”।
Discussion about this post