শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে দুরন্ত শুরু গৌতম গম্ভীর -সূর্য কুমার যাদব জুটির ।শনিবার ও রবিবার পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতীয় দলের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়ম এ ভারতের জেতার জন্য টার্গেট ছিল ৮ ওভারে ৭৮ রান। যশস্বী জয়সওয়াল ৩০ রান , সূর্য কুমার যাদব ২৬ রান ,হার্দিক পান্ডিয়ার ২২ নট আউট ব্যাটিংয়ের জন্য ৬.৩ ওভারে ৮১ রান তোলে ভারত। ফলে তৃতীয় ম্যাচের আগেই সিরিজ জিতে যায় ভারত ।বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময় খেলা শুরু করা যায়নি। শ্রীলংকার ইনিংস এর পরেও শুরু হয় বৃষ্টি ।আম্পায়ারেরা ঠিক করেন মাত্র আট ওভার ব্যাট করার সুযোগ পাবে ভারত। ডি এল এস পদ্ধতিতে ৭৮ রান তাড়া করতে নামেন সূর্য কুমার যাদবরা। শ্রীলংকার হয়ে এদিন ৩৪ বারের ৫৩ রান করেন কুশল পেরেরা। মারেন ৬টি চার ও ২টি ছক্কা ।২৪ বলে ৩২ করেন পাথুম নিসাঙ্কের। ভারতের হয়েতিনটি উইকেট নেন লেগ স্পিনাররবি বিষ্নোই। দেন মাত্র ২৬ রান। দুটি করে উইকেট আর্শদীপ সিং অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার। রবিবার খেলেননি শুভমান গিল। ঘাড়ে ব্যাথা হয় তার পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসাং। কিন্তু এই ম্যাচেও তিনি ব্যর্থ ।মাত্র এক বলে শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। সিরিজ ৩-০ করার লক্ষ্যে বুধবার নামবে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post