ব্যাট হাতে তাকে গেম চেঞ্জার হিসেবে অনেকেই দেখেছেন। কিন্তু বল হাতে গেমচেঞ্জার রিংকু সিং? এ দৃশ্য আজ পর্যন্ত দেখেছেন কেউ? শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেই বিরল দৃশ্যই দেখা গেল। শেষ দু-ওভারে শ্রীলংকার জেতার জন্য দরকার ৯ রান। এই অবস্থায় রিংকু সিংয়ের হাতে বল তুলে দেন অধিনায়ক সূর্য কুমার যাদব। ১৯তম ওভারে রিংকু সিং তুলে নেন দুটি উইকেট। রিঙ্কু যখন বল করছেন তখন ক্যামেরা বারবার ধরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। কুশল পেরেরা ৪৬ রান করে ততক্ষণ ক্রিজে জমে গিয়েছেন। মনে করা হচ্ছিল তিনি শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন। কিন্তু রিংকু অবিশ্বাস্যভাবে বল হাতে ম্যাচের চিত্রনাট্য বদলে দিলেন। কুশল পেরেরা সময়ের গন্ডগোলের ক্যাচ দিয়ে ফেলেন। সেই ক্যাচ আবার ধরেন বোলার রিংকু নিজেই। আইপিএলএও যে রিংকুকে কেউ কোনও দিন বল করতে দেখেননি। সেই রিংকু আন্তর্জাতিক ক্রিকেটে হাত ঘোরাতে দেখে অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু রিংকু আরও চমক বাকি রেখেছিল, বল হাতে ভারতের হাতে ম্যাচ তুলে দিয়ে শ্রীলংকার বাড়া ভাতে ছাই ঢেলে দিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post