ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় এবং কোচ অংশুমান গাইকোয়াড় প্রয়াত হলেন ।দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি ।চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল অংশুমানকে। কিছুদিন আগে দেশে ফিরে আসেন তিনি। নিজের শহর বড়দাতেই চিকিৎসা চলছিল তার ।বুধবার রাতে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ৭১ বছর বয়সে অংশুমান। ১৯৭৪ সালে কলকাতায় দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার ।২২ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৪০টি টেস্ট ।দুটি শত রান করেছেন, অর্ধশত রান ১০টি । টেস্টে তার সর্বোচ্চ রান ২০৬। ৪০টি টেস্টে ৩০.০৭ গড়ে ১৯৮৫ রান করেছেন। তিনি ভারতের জার্সিতে ১৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ।সেখানে ২০.৬৯গড়ে ২৬৯ রান করেছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০৬ টি ম্যাচে ১২,১৩৬ রান করেছিলেন অংশুমান। করেছেন ৩৪ টি শতরান । নিখুঁত রক্ষণের জন্য রাহুলের মত তাকেও একসময় ‘দা ওয়াল’ বলা হতো। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন অংশুমান। পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্টের একটি ইনিংসে একাই ১০ উইকেট তুলে নিয়ে রেকর্ড করেন অনিল কুম্বলে সেই টেস্টে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট জীবন শুরু হয়েছিল তার কোচিং থাকা অবস্থায়। শেষ জীবনে আর্থিক সংকটে পড়েছিলেন গাইকোয়াড়। প্রাক্তন ক্রিকেটারদের মাধ্যমে জানতে পেরে তার চিকিৎসার জন্য এক কোটি টাকা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। কোচ হওয়ার আগে তিনি জাতীয় ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন। ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড অংশুমান গায়কোয়াড়কে ‘জীবন কৃতি’ সম্মান দেয়। অংশুমান গাইকোয়াড়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সচিব জয় শাহ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Discussion about this post