মেঘভাঙা বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ২০১৩ সালে স্মৃতি উস্কে ফের আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে কেদারনাথে। এদিকে লাগাতার ভারী বৃষ্টিতে ভাসছে দিল্লি, বৃষ্টি-ধসে বিপর্যস্ত ওয়েনাড। দেশজুড়ে শুধু মাত্র বিপর্যয়, স্বজনহারাদের হাহাকারের ছবি। এবার কেদারনাথে তীর্থ যাত্রায় গিয়ে আটকে পড়া সাতশোরও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। হেলিকপ্টারে করে পুণ্যার্থী সোনপ্রয়াগে নিয়ে আসা হয়েছে। এখনও কিছু পুণ্যার্থী আটকে রয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের উদ্ধারকাজ চলছে। উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার করে ৭৩৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ২৬৭০ জনকে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা পুলিশ এবং প্রশাসন।
ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চলছে, বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে ডিজি জানিয়েছেন, টিহরী এবং রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি হচ্ছে। রাজ্য আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হয়েছে আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই দুই জেলায়। প্রসঙ্গত, বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডের বেশে কিছু জেলায়। এখন ও বিচ্ছিন্ন রুদ্রপ্রয়াগ। বৃষ্টির জেরে ধস নেমেছে। বহু রাস্তা ভেঙে গিয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে কেদারনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী’র ১২টি এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী’র ৬০টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। এখনই আবহাওয়ার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় মৌসম ভবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
Discussion about this post