কোটা বাতিল হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তবু বাংলাদেশে হিংসা থামেনি। থেকে থেকেই জ্বলছে আগুন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। সবমিলিয়ে সোমবার রাত অবধি হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই ব্যাপক উত্তেজনা বাংলাদেশ জুড়ে। এমত অবস্থায় বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে নিয়ে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফাটছে বাজি। সেই শব্দ শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে।
এদিকে এখন আন্দোলনকারীদের কাছে উৎসবের মরসুম। বেলা ৩টের দিকে গণভবনের দরজা খুলে দিলে বিক্ষোভকারীরা কমপ্লেক্সে প্রবেশ করে। কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গেছে, ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের দরজা খুলে ভেতরে প্রবেশ করছে আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষ নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর বাসভবনে তোলপাড় করছিল, সেখানে কোনও নিরাপত্তাকর্মী বা পুলিশ দেখা যায়নি। বিক্ষোভকারীরা গণভবন থেকে চেয়ার, সোফা, ট্রলি, হাস, ছাগল ও টিভির মতো জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসে আন্দোলনকারীরা। হাসিনার বিছানায় শুয়ে চিকেনে কামড়, মাছে চুমু, বাসভবনের জলাশয়ে উন্মাদনায় মেতে উঠতে দেখা যায় বিক্ষোভকারীদের। সঙ্গে চলেছে দেদার ভাঙচুর। গণভবন ‘লুঠ’ হয়েছে কার্যত।
Discussion about this post