রবিবার থেকে শুরু হয়েছিল হাসিনা হঠাও তীব্র আন্দোলন। প্রথমে ছাত্ররা এই আন্দোলনে সামিল হলেও যা কার্যত গণ অভ্যুত্থানের রূপ নেয় বাংলাদেশে। সোমবার সেনাবাহিনীও তাতে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এরপরই শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন। হাসিনার দেশ ছাড়ার পর সেনার দখলে যায় বাংলাদেশের ক্ষমতা। কিন্তু তাতেও হিংসা কমেনি। একের এক জায়গা থেকে আসতে থাকে নৃশংস হিংসার খবর। নির্বিচারে ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তি এবং ম্যুরাল। খুন করা হয় পুলিশকর্মীদের। সোমবার হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে তদারকি সরকার গঠনের প্রক্রিয়াও শুরু হয়। আন্দোলনরত ছাত্ররা বার্তা দেয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক মঙ্গলবার দিনভর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর।
বৃহস্পতিবার শপথ নেবে অন্তর্বর্তীকালীন তদারকি সরকার
বৃহস্পতিবারই গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধআন ওয়াকার-উজ-জামান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন মুহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার দুপুরেই বাংলাদেশে পদার্পণ করছেন। সেনাপ্রধান আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের।
বাংলাদেশবাসীর উদ্দেশ্যে মুহাম্মদ ইউনূসের বার্তা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা নোবেল শান্তি পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূস। তিনি প্যারিস থেকে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন। তিনি হাসিনা সরকার পতনের জন্য আন্দোলনরত ছাত্রসমাজ এবং বাংলাদেশের নাগরিকদের অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সতর্কবার্তা, আমাদের কোনও ভুলের কারণে যেন আমাদের এই বিজয় হাতছাড়া না হয়। তিনি সকলকে শান্ত থাকতে এবং সকলপ্রকার হিংসা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন।
খালেদা জিয়ার বার্তা
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর মঙ্গলবারই জেলমূক্তি হয়েছিল বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। মঙ্গলবার ঢাকার নয়াপল্টন এলাকায় দলের সদর দফকরে সাংবাদিক সম্মেলন করেন। খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে আসতে পেরে আমি খুশি। পাশাপাশি তিনি সমস্ত রকম হিংসা, ধ্বংস, প্রতিহিংসা থেকে বিরত থেকে ভালোবাসা, শান্তির এক সমাজ গড়ার আহ্বান জানান। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য, দীর্ঘ সংগ্রাম, আন্দোলন এবং ত্যাগের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমরা।
মঙ্গলবারও বাংলাদেশে দিনভর চলল ভাঙচুর-অগ্নিসংযোগ
সোমবারের পর মঙ্গলবারও বাংলাদেশে হিংসা অব্যাহত। সেনা শাসনেও যে ভাবে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা চলছে তা নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট জনেরা। এদিন ভৈরব এলাকায় আওয়ামী লিগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পাশাপাশি রাজধানী ঢাকা-সহ আশেপাশের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনাও সামনে এসেছে। ধীরে ধীরে স্বাভাবিক হলেও এখনও রয়েছে আতঙ্কের পরিবেশ।
কুষ্টিয়া ও কাশিমপুর কারাগার ভেঙে পালাল বন্দী, পাল্টা গুলিতে নিহত ৬
বাংলাদেশের কাশিমপুর এবং কুষ্টিয়া কারাগার ভেঙে বন্দিরা পালিয়ে যাচ্ছেন বলেই খবর। এদিন কাশিমপুর কারাগারে রক্ষীদের আটকে রেথে ২০৯ জন বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে কয়েকজন জঙ্গিও ছিল। রক্ষীরা পাল্টা গুলি চালাতে ৩ জঙ্গি সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অপরদিকে কুষ্টিয়া কারাগার থেকেও পালিয়েছে ৫০ জনের বেশি বন্দি।
বাংলাদেশের ঢাকা হাইকমিশন থেকে অনেক আধিকারিকের দিল্লি ফেরত
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের জরুরি নয় এমন অনেক কর্মী-আধিকারিককে দি্ল্লি ফিরিয়ে নিয়ে এল ভারত। বুধবার সকালেই তাঁরা ঢাকা থেকে দিল্লি উড়ে যায়। উল্লেখ্য, ঢাকা ছাড়াও বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপ হাইকমিশন রয়েছে ভারতের। সেখানে কাজকর্ম স্বাভাবিক চলছে বলেই খবর।
বাংলাদেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করল পাকিস্তান
বাংলাদেশের গণ আন্দোলন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমবার সরকারি প্রতিক্রিয়া দিল পাকিস্তান। বুধবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করল পাকিস্তান। বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিশ্চিন্ত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা এবং ঐক্য তাঁদের সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
বিএনপির সমাবেশে বিপুল জন সমাগম
বুধবার ঢাকায় নয়াপল্টনে বিএনপির সদর দফকরে উপস্থিত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি একটি সমাবেশে ভাষণও দিয়েছেন। এই সমাবেশে বাংলাদেশে শক্তি প্রদর্শন করল তাঁরা। এই সমাবেশে বিপুল জন সমাগম হয়।
হাসিনাকে দেশে ফেরাবই, শপথ আওয়ামী লিগের
বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিস্থলে দাঁড়িয়ে আওয়ামী লিগের নেতৃত্ব শপথ নেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর। আন্দোলনের মাধ্যমেই যে তাঁরা নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন সে কথাও জানান সদ্য প্রাক্তন শাসকদলের নেতারা।
র্যাবের শীর্ষপদে রদবদল
বাংলাদেশের ক্ষমতায় পালাবদলের পর এবার কোপ পড়ল ‘র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাবের শীর্ষ আধিকারিকদের ওপর। হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত র্যাব প্রধান হারুন উর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার এই বাহিনীর ডিজি করা হয়েছে একেএম শাহিদুর রহমানকে। পাশাপাশি বদল করা হয়েছে ঢাকার পুলিশ কমিশনারকেও।
Discussion about this post