জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। পাশাপাশি চলছে চলছে আধা সেনার টহল। আতঙ্কে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে। বুধবার জলপাইগুড়ি জেলার সদর ব্লকের সাউথ বেরুবাড়ী অঞ্চলের সাতকুড়া, ধর ধরা গ্রামের সঙ্গে যুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে চলে আসবার চেষ্টা করছিলেন। এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছিলো উত্তেজনা। এদিকে ওদেশের অশান্তির আগুন এরাতে এদেশে অনুপ্রবেশের প্রাণপণ চেষ্টা চালাচ্ছে শরণার্থীরা। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে প্রায় ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকাল বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ।
পরিস্থিতি অনুধাবন করেই দ্রুত অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করে আটকে দেয় ওপার থেকে এপারে আসার চেষ্টা। সেই ঘটনার পর বৃহষ্পতিবার সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাউথ বেরুবাড়ী ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানালেন , সীমান্ত বরাবর টহলরত ভারতীয় আধা সেনা বি এস এফের জনৈক আধিকারিক। অপরদিকে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, আমরা আতঙ্কে রয়েছি, ওপারের লোকদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে ওরা আমাদের গ্রামে ঢুকতে চেষ্টা করছে, তবে এখন বিএসএফ আছে এবং আজকে আরও বেশী করে বিএসএফর বাহিনী গ্রামে টহল দিচ্ছে, তাই একটু শান্তিতে আছি।
Discussion about this post