ব্রাজিলের সাও পাওলোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। শহরের মাঝখানে একটি হাইওয়েতে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। তাদের মধ্যে পাঁচজন বিমান কর্মী। বিমান দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকল, স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। বিমানের মধ্যে থাকা ৫৭ জন যাত্রী এবং চালক সহ ৫ জন বিমানকর্মীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৭০ হাজার ফুট থেকে মাটিতে আছড়ে পড়ে যাত্রীবাহী বিমানটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুনে জ্বলে যায় বিমানটি। চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। যান্ত্রিক ত্রুটির জেরে চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলের ক্যাসকাভেল থেকে বিমানটি ছাড়ে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। দুপুর ১ টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল সাও পাওলো তে। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। এই ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দা সিলভা দুঃখ প্রকাশ করেছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।
Discussion about this post