৭৮তম স্বাধীনতা দিবসে রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় প্রথামাফিক জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি বার্তাও দিয়েছেন। কলকাতার আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনা নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। এই আবহেই বৃহস্পতিবার দিল্লির লালকেল্লা থেকে নারী নির্যাতন, ধর্ষণ নিয়ে কড়া বার্তাও দিলেন।
বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন কলকাতার আর জি কর কাণ্ডের উল্লেখ করেননি। কিন্তু তাঁর বক্তব্যে উঠে এল সেই প্রসঙ্গই। তিনি বলেন, “মহিলাদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনাচিন্তা করা উচিৎ। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। এই দেশ, সমাজ এবং রাজ্য সরকারগুলি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিৎ”।
ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেথ না করেও কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাই বোঝাতে চেয়েছেন। তিনি সরাসরি না বললেও বোঝা যাচ্ছে আর জি কর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই নাগরিক সমাজ যে প্রতিবাদ জানাচ্ছেন সেটাই তিনি বলেছেন। সেই আবহেই প্রধানমন্ত্রীর বক্তব্য, যাঁরা মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করছে, তাঁদের দ্রুত এবং কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন। এতে সমাজের আস্থা ফিরবে।
আর জি কর কাণ্ড নিয়ে এমনিতেই উত্তপ্ত গোটা দেশ। স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাস্তায় রাস্তায় ঢল নেমেছিল মহিলাদের। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের বিভিন্ন প্রান্তেও মিছিল করে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিল হয়। দেশের বহু বিশিষ্ট নাগরিক সামাজিক মাধ্যমে এই ঘটনার নিন্দা করেছেন। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী কি বলেন, তার দিকেই তাঁকিয়ে ছিলেন দেশের জনগণ। তিনিও নাম না করে কড়া বার্তা দিলেন রাজ্য সরকারকে। তিনি রাজ্য সরকারগুলিকে মনে করিয়ে দেন, আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারের। পাশাপাশি এও বলেন, নারী নির্যাতন বা ধর্ষণের মতো ঘটনায় দ্রুত বিচারপর্ব শেষ করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মোদির কথায়, শাস্তির প্রচারও জরুরি। লোকে বুঝবে, এই ধরণের অপরাধ করলে ফাঁসিও হতে পারে। তাহলেই মানুষ ভয় পাবে
Discussion about this post