রবিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সূচি ।সেই অনুযায়ী আগামী ১৩ই সেপ্টেম্বর আই এস এল অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্টস। ঠিক তারপরে দিন কান্তিরাভায় ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল ।যার ফলে হাতে মাত্র আর কয়েকটি সপ্তাহ ।এই অল্প সময়ের মধ্যেই নিজেদের সম্পূর্ণ করে নেওয়ার লক্ষ্য ময়দানের দুই প্রধানের। বিশেষ করে রক্ষণভাগকে শক্তিশালী করতে এক ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে মরিয়া ইস্টবেঙ্গল ও মোহনবাগান ।সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে বারংবার উঠে এসেছে আলেক্স সাজির নাম ।গত ফুটবল মরসুমে থানবোই সিন্টোর হায়দ্রাবাদ এফসি র হয়ে খেলেছিলেন ২৪ বছরের এই রাইট ব্যাক। সিজন জুড়ে দলের পারফরমেন্স খুব ভালো না থাকলে থাকলেও একক দক্ষতায় যথেষ্টই নজর কেড়েছিলেন এই ফুটবলার। হিসাব অনুযায়ী আগামী ২০২৫ সাল পর্যন্ত নিজামের শহরের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর ।কিন্তু নয়া আইএসএল মরশুমের জন্য বাড়তি ট্রান্সফার ফি দিয়ে সাজিকে দলে টানতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। অপরদিকে এই তরুণ ডিফেন্ডার কে মোহনবাগানে পাঠানোর ক্ষেত্রেও নাকি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে হায়দ্রাবাদ ।সেক্ষেত্রে সব দিলের মধ্যে দিয়ে সবুজ মেরুনের দুই ফুটবলারকে দলে চাইছে আইএসেলের এই ফুটবল ক্লাব। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে আর আলেক্স সাজির ভবিষ্যৎ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post