গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ৮৩ জন আইনজীবীর জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
উল্লেখ্য বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। এরপর ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ছাড়া বাকি সবাই নারী। এদিন সকালে একই আদালতে আত্মসমর্পণের আগে জামিন চান আওয়ামী সমর্থক ৯৩ জন আইনজীবী।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সমর্থক ৮৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাদের পক্ষ থেকে বলা হয়, তাঁরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। জামিন দিলে পলাতক হবেন না। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করেন। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৬৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন মঞ্জুর করা হয়েছে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ১৮ নারী আইনজীবীর।
আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী সমর্থক ১৪৪ জন আইনজীবীর নামে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
এরপর তাদের জামিন মঞ্জুর হলে ও ৭ এপ্রিল তাদের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়েছে।
Discussion about this post