বাংলাদেশে হাসিনা আসবে, আর গোটা বাংলাদেশ হাসবে। এমন স্লোগানে ছেয়ে গিয়েছে গোটা বাংলাদেশ। নদীতে নৌকোর উপর দেখা যাচ্ছে এই ধরণের পোস্টার। বিভিন্ন নৌকতে চাউর করা হচ্ছে, হাসিনা নাকি ফিরবে। অর্থাৎ এখন বাংলাদেশের অন্তবর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে খুশি নন সাধারণ মানুষ। এখন তারা হাসিনাকেই চাইছে।
৫ই অগাস্ট গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। যার মাথায় বসানো হয়েছে নোবেল জয়ী মোহম্মদ ইউনূসকে। তারপরই দেশের অভ্যন্তরে জ্বলন্ত কিছু সমস্যা তৈরি হয়েছে। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়ছে বেকারত্বের হার। এর ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ নাগরিকের। এছাড়াও, দেশের সনাতনী হিন্দুদের উপর লাগাতার অত্যাচার চলছে। আরও বেড়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর। লাগাতার নির্যাতন চলছে দেশের অভ্যন্তরে। এখনও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ট প্রভু জেলে বন্দী। এখনও লাগাতার প্রতিবাদ চলছে বাংলাদেশের বিভিন্ন রাজপথে। এর জেরে অরাজকতা অব্যাহত রয়েছে বাংলাদেশে। কাজেই দেশে ফের শান্তি ফেরানোর জন্য হাসিনাকেই চাইছে দেশের একটি বড় অংশ।
যদিও দেশের স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৫ এর শেষে অথবা ২০২৬-এর মাধ্যমে সময় দিয়েছেন মহম্মদ ইউনূস। নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে আওয়ামী লীগ যে লড়বে, তা প্রায় নিশ্চিত। এর পাশাপাশি হাসিনা বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করবেন সেই খবর রটছে। তবে কিভাবে তিনি বাংলাদেশে আবার ফিরবেন তা নির্দিষ্ট করে জানা যায়নি।
এরমধ্যেই ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দিবেদি বেশ কিছু বক্তব্য রেখেছেন বাংলাদেশকে নিয়ে। যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে একাধিক বিষয় উঠে আসছে। মোহাম্মদ ইউনুসও চাপে পড়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে নিয়ে ভারত এমন কোনও বিরূপ মন্তব্য করেনি। দু দেশের সামরিক সখ্যতা রয়েছে। তবে আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে ধরনের লাগাতার হুমকি, হুশিয়ারি আসছে, তা যে ভারত ভালো চোখে দেখছে না, স্পষ্ট হলে সেনাপ্রধানের কথায়।
এর পাশাপাশি একটি অ্যান্টি ট্যাঙ্ক নাগ মিসাইলের খবর উঠে আসছে। যা রাজস্থানে সফলভাবে পরীক্ষা করেছে ভারত। যার রেঞ্জ বাংলাদেশের বর্ডার পেরিয়ে আরও প্রায় ২০০ কিলোমিটার যেতে পারে। কিছু কম রেঞ্জের মিসাইলের খবর উঠে আসছে। যেগুলি খবরে আসার পর ঘুম উড়েছে ইউনূসের। এখন দেখার, পাকিস্তান থেকে যুদ্ধের জন্য অস্ত্র কেনা বাংলাদেশ পিছু হটে কিনা!
Discussion about this post