বিদায়ী বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সে দেশে গঠন হয় মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের শাসনকালের আট মাসের মাথায় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুলপ্রতিক্ষিত এই বৈঠক সম্পন্ন হল হলো। আর সেই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ কৌতুহল সৃষ্টি করল রাজনৈতিক মহলে।
৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুরু থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চাইছে।কিন্তু শুরু থেকেই শেখ হাসিনাকে ফেরত পাঠানাের প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট নয় বলে অভিযােগ করে আসছে বাংলাদেশ।
এছাড়া ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নিয়েও ঢাকা আপত্তি জানিয়েছে একাধিকবার। এ নিয়ে দুই দেশই একে অন্যের রাষ্ট্রদূতকে তলব করেছে এর আগে।
উল্লেখ্য,সেই সাথে গত বছরের জুলাই থেকেই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা দেওয়া প্রায় বন্ধ রয়েছে।
এমন বিভিন্ন বিষয়ে গত আট মাস ধরে দুই দেশের সম্পর্কে অবনতি হওয়ার প্রেক্ষাপটে ব্যাংককে ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।
প্রসঙ্গত, ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টিক শীর্ষ সম্মেলনের শুরুর দিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে মোদী ইউনূসের বৈঠকের দাবি তুলতে দেখা যাচ্ছিল। যদিও ভারতের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া শুরুতেই পাওয়া যায়নি। তবে শেষমেষ শুক্রবার দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশ অন্তর্ভুক্তিক সরকার প্রধান ও প্রতিষ্ঠা মোঃ ইউনুস এর সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আজ যে বৈঠক এখন প্রতিটি সংবাদ মাধ্যমের আলোচনার শিরোনামে।
Discussion about this post