ফের বিস্ফোরক মুজিব কন্যা। ভার্চুয়াল বক্তৃতায় সরাসরি টার্গেট মহম্মদ ইউনুস। বাংলা নববর্ষে কড়া ভাষায় প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুশিয়ারি, ‘আগুন নিয়ে খেললে, সেই আগুনে আপনিও পুড়ে যাবেন।’
গত অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের আশ্রয়ে আছেন শেখ হাসিনা। বিভিন্ন সময় ভারতে বসেই দলের নেতা-কর্মীদের উদ্দেশে একাধিক বার্তা দেন তিনি। এরপর রবিবার আওয়ামি লিগের ফেসবুক পেজে আট মিনিট ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিলেন আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা।
এই নতুন ভিডিয়ো বার্তায় হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের সমস্ত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের স্মরণে তৈরি করা সৌধও ওরা জ্বালিয়ে দিচ্ছে।এ সমস্ত কিছুর জবাব দেবেন ইউনুস? মনে রাখবেন যদি আপনি আগুন নিয়ে খেলেন, তাহলে সেই আগুন আপনিও পুড়বেন।’একইসঙ্গে ইউনুসকে ‘আত্মকেন্দ্রিক’, ‘অর্থলোভী’ ও ‘সুদখোর’ বলেও আক্রমণ করেন হাসিনা। আল্লাহ তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন হয়তো দেশে ফিরে সমস্ত অন্যায়ের বিচার করার জন্যই, পাশাপাশি শীঘ্রই দেশে ফিরে ইউনুসের বিচার করার বার্তা দিলেন হাসিনা।ইউনুসকে টার্গেট করে হাসিনার হুশিয়ারি, শুনুন সেই বিস্ফোরক অডিও বার্তা,,,
হাসিনা আরও বলেন, “বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য আওয়ামি লীগের কর্মীদের প্রতিনিয়ত ফাঁসানো হচ্ছে। যারা থানা জ্বালিয়েছে, পুলিশকে মেরেছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আওয়ামি লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমাদের নেতাদের বাড়িতেও থাকতে দেওয়া হচ্ছে না।”
উল্লেখ্য, এদিন গত বছরের জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সইদের মৃত্যু নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা বলেন, “আবু সইদের রবার বুলেট লেগে নিহত হয়েছিল। পুলিশ বুলেট ব্যবহার করেনি। যখন ওরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছিল, তখন আবু সইদের মাথা থেঁতলে গিয়েছিল পাথরে। পুলিশেরও আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তাহলে ৭.৬২এমএমের বুলেট এল কোথা থেকে?
কারণ, রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্টে জানিয়েছিল যে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে আবু সইদের। ৭.৬২ এমএমের বুলেট ব্যবহারের কথা উল্লেখ ছিল ওই রিপোর্টে। শেখ হাসিনা দাবি করেন যে পুলিশ ওই আন্দোলনে শুধু রবার পেলেট ব্যবহার করেছিল, বুলেট ব্যবহার করেনি।
অর্থাৎ এদিন মহম্মদ ইউনুসকে সরাসরি টার্গেট করে সমস্ত অভিযোগ সামনে আনলেন শেখ হাসিনা। সেইসঙ্গে প্রতি বারের মত এবারের অডিও বর্ততেও শীঘ্রই দেশে ফেরার বার্তা মুজিব কন্যার।
Discussion about this post