সম্প্রতি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিস্ফোরক মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছিল কূটনৈতিক মহলে। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাল্টা প্রতিক্রিয়া দুই দেশের রাজনৈতিক সম্পর্কে নতুন করে জল্পনা তৈরি করল।
সম্প্রতি চীন সফরে গিয়ে ড. ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে “স্থলবেষ্টিত” বলে প্রতিস্থাপন করেছেন চীনের কাছে। পাশাপাশি, বাংলাদেশকে এ অঞ্চলের “সমুদ্র অঞ্চলের অভিভাবক” বলে দাবি করেন ইউনুস। তার এই বক্তব্যের পর ভারতের বিভিন্ন রাজ্য থেকে রাজনীতিবিদদের নানা রকম করা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে। তেমনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতেরই রয়েছে। ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার দীর্ঘ।”
ভারতীয় এক সংবাদ মাধ্যম তার প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে “স্থলবেষ্টিত” বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই “সমুদ্র অঞ্চলের অভিভাবক” হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইউনূসের এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
জয়শঙ্কর বিমসটেক চিত্র সম্মেলনে এ ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ৬ হাজার ৫০০ কিলোমিটার উপকূলরেখা এবং পাঁচটি বিমসটেক সদস্যের সাথে ভারতের ভৌগোলিক সংযোগের বিষয় আলোচনা করেন ।
জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, “ভারত পাঁচটি বিমসটেক সদস্যের সাথেই শুধু সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে ভারত।”
ভারতের বিদেশ মন্ত্রীর দাবি, “আমরা সচেতন ভূ-কৌশলগত বিষয়কে মাথায় রেখে, আমরা গত দশকে বিমসটেক-কে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ পোষণ করেছি।”
সম্প্রতি চার দিনের চীন সফরে গিয়ে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের সেভেন সিস্টার্স ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনও উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ড. মূহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়।
Discussion about this post