মোহাম্মদ ইউনুসের ক্ষমতার উৎস কি? তিনি কতদিন থাকবেন দেশের ক্ষমতায়? কবে যাবেন? কিভাবে তিনি ক্ষমতার অলিন্দে আসলেন? বা তাকে ভবিষ্যতে ক্ষমতায় রেখে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গুলি নিজেদের জায়গা পাকা করতে উদ্যত হচ্ছে তার পেছনে নিয়ামক শক্তি কি? এখন এই প্রশ্নগুলি বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচনার বিষয়।
শেখ হাসিনাকে ক্ষমতাকে করার পেছনে যে সমস্ত কারণগুলি তুলে ধরা হয়েছে তার পাশাপাশি আরো বেশ কিছু কারণ রয়েছে বলে জানাচ্ছেন কূটনীতিবিদরা। দীর্ঘদিন ধরেই শেখ হাসিনাকে ক্ষমতাও ছোট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গেছেন মোঃ ইউনুস। এবং শেষমেষ তার স্বার্থসিদ্ধি ও সম্ভব হয়েছে। কিন্তু তিনি কি দেশে মানুষকে সুরক্ষা প্রদান করতে সক্ষম হয়েছেন বা দেশকে স্থিতিশীল করতে তার অবদান রাখতে পেরেছেন? উত্তরটা সকলেই জানি। দীর্ঘ ৮ মাস পেরিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছেন শেখ হাসিনার আমলেই তারা স্বাধীন জীবনযাপন করতে সক্ষম হয়েছিলেন। তাই আমজনতা আবারো সে দেশে শেখ হাসিনাকেই চাইছেন ক্ষমতার অলিন্দে নিয়ে আসতে। কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি কি এত সহজেই ক্ষমতার সিংহাসন ছাড়তে রাজি হবেন? নাকি তার পিছনে যে সমস্ত শক্তির উৎস গুলি রয়েছে তারা রাজি হবেন?
এই ধরনের বিস্তর প্রশ্ন যখন জমা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার মাঝে ফেসবুকে পোস্ট করে এই বিষয়ে মন্তব্য করেছিলেন সারজিস আলম। এবং এই বিষয়ে কথা বলেছেন সাংবাদিক পিনাকী ভট্টাচার্য।
সারজিস আলম, যিনি অন্তবর্তী সরকারের উপদেষ্টাও বটে। তিনি ফেসবুকে লেখেন, প্রফেসর মহম্মদ ইউনূসের মত একজন স্টেটসম্যানকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সারজিসের এই পোস্টের ব্যাখ্যা করলে দেখা যায়, তিনি বলতে চেয়েছেন মহম্মদ ইউনূস কোনও একটি রাজনৈতিক দলে যোগ দেবেন। এবং সেই দলে অংশগ্রহণ করে জিতে তাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থান দেওয়া হবে। সারজিস দের এই মুহূর্তে একটি রাজনৈতিক দল রয়েছে। সেটা হল, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তবে কি জাতীয় নাগরিক পার্টি থেকেই ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন সারজিস? অন্যদিকে পিনাকী ভট্টাচার্য কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছেন, পুরোপুরি সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হলে সেটার কোনও গুরুত্ব থাকবে না।
কিন্তু প্রশ্ন উঠছে, পুরোপুরি সংস্কার করতে এখনও সময় লাগবে। ততদিন তো অনেকটা দেরি হয়ে যাবে। ততদিন যদি এইভাবে দেশ চলতে থাকে, তবে বাংলাদেশের হাল বেহাল হতে বেশি দেরি নেই। এমনিতেই বিশ্ব দরবারে বাংলাদেশের ছবিটা নিন্দজনক।
অনেকে বলছেন, মহম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে চাইছেন সারজিস, পিনাকীরা। যাতে তাদের কথা মত দেশ চলতে পারে। এবং স্বার্থ পূরণ হতে পারে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে হয়তো সেই সুবিধাগুলো পাবেন না তারা, যেগুলি এখন পাওয়া যাচ্ছে। তবে ইউনূসকে এত তাড়াতাড়ি সরিয়ে ক্ষমতায় অন্য কাওকে বসানো কার্যত কঠিন। বলেছেন বাংলাদেশের বহু রাজনৈতিক বিশ্লেষক।
Discussion about this post