অপেক্ষার অবসান। শেষমেষ নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পেলেন মহম্মদ ইউনূস। বিমসটেক শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বৈঠক থেকে কি কি উঠে এল, মোদীর কাছে কি কি অনুরোধ করলেন ইউনূস?
তাইল্যান্ডে বিমসটেকে শীর্ষ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন মহল মনে করছে, মোঃ ইউনূস এমন একজন ব্যক্তি যাকে উপেক্ষা করার ইচ্ছা থাকলেও বাস্তবে তা সম্ভব হয় না। বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আর্জি জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস। তবে শুরুর থেকে ভারতের প্রধানমন্ত্রী এই আবেদনের কোনওরকম ইতিবাচক প্রতিক্রিয়া জানাননি এবং তিনি বারে বারে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে নারাজ। তবে শেষমেষ বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশভোজের অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূসের পাশেই বসতে হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে বিমসটেকের ষষ্ঠ শীর্ষসম্মেলন, যেখানে অংশগ্রহণ করতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সহ অন্যান্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্র নেতারা। বৃহস্পতিবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশ্যভোজের আয়োজন করা হলে, সেখানেই পাশাপাশি বসতে দেখা যায় মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদিকে। শেষমেষ শুক্রবার হয়ে গেল দুজনের বৈঠক।
নরেন্দ্র মোদী এক্স এ লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছি। দুই দেশের একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি। যাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা না ঘটে, তারই নিশ্চিত করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি যারা এর সঙ্গে যুক্ত, তাদের বিচারের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক অবনতি হয়েছিল। এমনকি পরে বহুবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার আবেদন করেছিলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু ভারত কর্ণপাত করেনি। এইবার বিমসটেক শীর্ষ সম্মেলনে বহু টালবাহানার পর বৈঠক হল দুই দেশের প্রধানের সঙ্গে।
Discussion about this post